২০২০ সালের জুন মাসে না ফেরার দেশে চলে যান সুশান্ত সিং রাজপুত। তাঁর ফ্ল্যাট থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। তাঁর জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট করলেন তাঁর প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী।
সুশান্তের জন্মবার্ষিকীতে কী লিখলেন রিয়া?
সুশান্তের যখন মৃত্যু হয় তখন তাঁর সঙ্গে প্রেম করছিলেন রিয়া। তাঁদের সম্পর্ক ছিল। অভিনেতার মৃত্যুর পর কম টানা হেঁচড়া চলেনি। চলেনি কম কাটাছেঁড়া। তাও সুশান্ত জন্ম বা মৃত্যুবার্ষিকীতে নিজের মনের কথা জানান অভিনেত্রী। এদিনও তার অন্যথা হয়নি।
আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক?
আরও পড়ুন: 'ভাষা কী কম পড়িয়াছে?' যশ-নুসরাতের ছবির গানে 'গালাগালি'! সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
সুশান্ত সিং রাজপুতের ৩৮ তম জন্মবার্ষিকীতে তাঁর জন্য একটি বিশেষ পোস্ট করলেন রিয়া। পর্দার ধোনির একটি ছবি পোস্ট করেন তিনি সঙ্গে একটি হৃদয়ের ইমোজি। একা রিয়া নন এদিন সুশান্তের জন্মবার্ষিকীতে অভিনেতার দিদিও তাঁর জন্য বিশেষ বার্তা লেখেন সোশ্যাল মিডিয়ায়।
শ্বেতা সিং কীর্তি তাঁর ভাই সুশান্তের জন্য কী লেখেন?
শ্বেতা লেখেন, ‘আমার সোনা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। চিরকাল তোমাকে ভালবাসি... এই ভালোবাসার শক্তি অসীম। আশাকরি, তুমি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করবে এবং তাঁদের ভাল হতে অনুপ্রাণিত করবে। তোমার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে লক্ষ লক্ষ যুবক। তুমি ঈশ্বরের মতো, উদার হতে অনুপ্রাণিত করেছ। সবাই বুঝতে পারে যে ঈশ্বরের কথায় এগিয়ে যাওয়াই একমাত্র উপায়, যা তোমাকে গর্বিত করে।৩…২….১ শুভ জন্মদিন আমাদের পথপ্রদর্শক তারকা, তুমি সর্বদা উজ্জ্বল থাকো এবং আমাদের পথ দেখিও।'
নিজের লেখার সঙ্গে সুশান্তের বেশকিছু মুহূর্তে ভিডিয়োর কোলাজ পোস্ট করেছেন শ্বেতা সিং কীর্তি। যেখানে দেখা গিয়েছে হাসিখুশি উজ্জ্বল সুশান্তকে।
সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি তাঁর নতুন বই 'পেইন: আ পোর্টাল টু এনলাইটেনমেন্ট'-এ সুশান্তের স্মৃতিচারণ করেছেন। সেই বইয়ে ভাইকে নিয়ে কী লিখেছেন শ্বেতা।