বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টে রিয়া চক্রবর্তীর লকডাউন ভিডিয়ো ভাইরাল!

সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টে রিয়া চক্রবর্তীর লকডাউন ভিডিয়ো ভাইরাল!

সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে রিয়ার ভিডিয়ো! (ছবি-ইনস্টাগ্রাম)

লকডাউনের সময় রিয়ার ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কিছু ভিডিয়ো সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটেই নাকি শ্যুট করা হয়েছে এই সমস্ত ভিডিয়ো!

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর সামনে আসবার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। প্রকাশ্যে নিজেদের প্রেম সম্পর্কের কথা স্বীকার না করলেও শুধু প্রেমই নয়, লিভ টুগেদারও করতেন তাঁরা। জানা গিয়েছে লকডাউন শুরুর আগে থেকেই সুশান্তের বান্দ্রার কার্টার রোডের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টেই থাকছিলেন রিয়া। তবে সুশান্তের আত্মহত্যার দিনকয়েক আগেই সেখান থেকে চলে যান অভিনেত্রী। সূত্রের খবর দুজনের মধ্যে মনোমানিল্য হয়েছিল এবং সেই মন কষাকষির কারণ ছিলেন সিদ্ধার্থে ফ্ল্যাটমেট তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে রিয়ার লকডাউনের বেশ কিছু ভিডিয়ো যে গুলো পরিষ্কার ভাবেই শ্যুট করা হয়েছে সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টে এবং আশ্চর্যের বিষয় হল প্রতিটি ভিডিয়ো শ্যুট করেছেন সিদ্ধার্থ পিঠানি,অন্তত তেমনটাই বলছে রিয়া চক্রবর্তীর অফিয়িয়্যাল ইনস্টাগ্রাম। 

 

কোনও ভিডিয়োয় রিয়াকে হাম তুম এক কমরেমে বন্ধ হো গানে পারফর্ম করতে দেখা হল, কোথাউ আবার ইউকেলেলে হাতে ববি ম্যাকফেরিনের গানে ঠোঁট নাড়তে দেখা গেছে রিয়াকে।

প্রসঙ্গত, ১৪ জুন বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্তের দেহ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যা করেছেন সুশান্ত। তাঁর ভিসেরা রিপোর্টের ফলাফলও নেগেটিভ। মুম্বই পুলিশ এই মামলায় ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী সহ প্রায় ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। কেন আত্মহত্যা করেছেন সুশান্ত? সেই প্রশ্নের উত্তর জানতে সবরকম চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। 

 

বন্ধ করুন