বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সরি বাবু', মর্গে সুশান্তের মরদেহের উপর হাত রেখে ক্ষমা চেয়েছিলেন রিয়া চক্রবর্তী!

'সরি বাবু', মর্গে সুশান্তের মরদেহের উপর হাত রেখে ক্ষমা চেয়েছিলেন রিয়া চক্রবর্তী!

রিয়া চক্রবর্তী ক্ষমা চেয়েছিলেন সুশান্তের কাছে! 

১৫ জুন সুশান্তের মৃত্যুর পরের দিন কুপার হাসপাতালে অভিনেতার অন্তিম দর্শনের জন্য গিয়েছিলেন রিয়া। যদিও অভিযুক্তের মর্গে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন, ১৫ জুন কুপার হাসপাতালের মর্গে সুশান্তের অন্তিম দর্শনে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি রিয়া এই মর্গে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে। কার অনুমতি নিয়ে এবং কীভাবে মর্গে গেলেন রিয়া?  সাধারণত মর্গে খুব ঘনিষ্ঠ কাউকে ছাড়া ঢোকার অনুমতি দেওয়া হয় না। তাই পরিবারের অনুমতি না নিয়ে রিয়ার মর্গে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

এবার রিপাবলিক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সুরজিত সিং রাঠোর নামের এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তিনি সেদিন রিয়াকে মর্গের ভিতর নিয়ে গিয়েছিল। ঠিক কী হয়েছিল সেদিন?  রাজপুত করণি সেনার এই সদস্য বলেন, সুশান্তকে শেষ শ্রদ্ধা জানাতে সংগঠনের নির্দেশে তিনি সেদিন হাসপাতালে গিয়েছিলেন। সেখানে সুশান্তের পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিল না। কিন্তু সন্দীপ সিং ছিলেন। এরপর তাঁর পূর্ব পরিচিত এক ব্যক্তি, সুরজ সিং তাঁকে অনুরোধ করেন রিয়া চক্রবর্তীকে সুশান্তের অন্তিম দর্শনের ব্যবস্থা করিয়ে দিতে। 

সুরজিত জানিয়েছেন, তিনি রিয়াকে সঙ্গে নিয়ে যখন মর্গের ভিতর ঢোকেন তখন তিনি নিজে সুশান্তের মুখের সাদা চাদর সরিয়ে ছিলেন। এবং সেই সময় সুশান্তের বুকের উপর হাত রেখে একটাই শব্দ উচ্চারণ করেছিলেন রিয়া ‘সরি বাবু’। রিয়ার সঙ্গে সেদিন মর্গে পৌঁছেছিল তাঁর গোটা পরিবার। রিয়ার মা,ভাই এবং বাবাও সুশান্তের অন্তিম দর্শন করতে চেয়েছিল কিন্তু হাসপাতালের তরফে সেই অনুরোধ মানা হয়নি। 

সুরজিত এও জানান, সেদিন হাসপাতালে সন্দীপ সিংয়ের গতিপ্রকৃতি দেখে তাঁর সন্দেহজনক মনে হয়েছিল। তিনি আরও বলেন সন্দীপ সিংয়ের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। কথা বলেছেন বান্দ্রা জোন-৯ এর ডিসিপি অভিষেক ত্রিমুখের সঙ্গেও। যদিও তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি মুম্বই পুলিশ। 

সুশান্তের শেষকৃত্যে রিয়া চক্রবর্তীকে হাজির থাকবার অনুমতি দেয়নি সুশান্তের পরিবার। তাই শেষযাত্রা শুরুর আগেই কুপার হাসপাতালে যান রিয়া। ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। পরের দিন পবন হংস মহাশ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

কুপার হাসপাতালে রিয়া, একদম ডানদিকে চেক শার্টে সুরজিত সিং রাঠোর (ছবি-বারিন্দর চাওয়ালা)
কুপার হাসপাতালে রিয়া, একদম ডানদিকে চেক শার্টে সুরজিত সিং রাঠোর (ছবি-বারিন্দর চাওয়ালা)

 

 

রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া,প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন প্রয়াত অভিনেতার পরিবার। আপতত সিবিআই এই মামলার তদন্ত করছে।

বায়োস্কোপ খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.