বাংলা নিউজ > বায়োস্কোপ > Rhea Kapoor-Karan Boolani: অনিল কন্যার বিয়ের জমজমাট আসর, সোনম থেকে অর্জুন,জাহ্নবী হাজির গোটা কাপুর পরিবার

Rhea Kapoor-Karan Boolani: অনিল কন্যার বিয়ের জমজমাট আসর, সোনম থেকে অর্জুন,জাহ্নবী হাজির গোটা কাপুর পরিবার

রিয়ার বিয়ের জমজমাট আসর

শনিবার সাত পাকে বাঁধা পড়ছেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। 

শনিবার অনিল কাপুরের জুহুর বাড়িতে চাঁদের হাট, আলোর রোশনাইতে সেজে উঠেছে বাংলো। আজ বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কাপুর ও সুনীতা কাপুরের কন্যা, সোনম কাপুরের ছোট বোন, হর্ষবর্ধন কাপুরের দিদি রিয়া কাপুর (Rhea Kapoor)। রুপোলি পর্দার সামনে নয়, পিছনে কাজ করেন এই অনিল তনয়া। এদিন দীর্ঘ ১৩ বছরের প্রেমিক করণ বুলানির (Karan Boolani)-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন রিয়া। 

এদিন একদম ঘরোয়া আয়োজনে চারহাত এক হচ্ছে দুজনের। করোনা আবহে একদম ছিমছাম বিয়ের আসরই চেয়েছিলেন রিয়া-করণ। উল্লেখ্য, রিয়া কাপুর প্রযোজিত ‘আয়েশা’ ছবির সহ-পরিচালক হিসাবে কাজ করেছিলেন করণ। এরপর অনিল কাপুর অভিনীত ‘২৪’ সিরিজের ১২টি পর্বও পরিচালনা করেছেন করণ। 

এদিন রিয়ার বিয়েতে শামিল গোটা কাপুর পরিবার। বোন অংশুলাকে নিয়ে হাজির হন অর্জুন, দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবীকে নিয়ে পৌঁছেছেন বনি কাপুরও। 

রিয়ার বিয়েতে কাপুর কন্যাদের সকলেরই দেখা মিলল একদম সাবেকি সাজে। আকাশি রঙা আনারকলি স্যুটে সেজেছিলেন ফ্যাশনিস্তা সোনম, লাল রঙা লেহেঙ্গা চোলি-তে দেখা মিলল অংশুলার। সানায়া কাপুর ও খুশি কাপুরের এদিন দেখা মিলল হলুদ-সোনালি লেহেঙ্গায়। ট্রাডিশ্যানাল লুকে শ্রীদেবীর কথা মনে করালেন জাহ্নবী।

কনের সাজে রিয়ার ঝলক এখনও সামনে আসেনি। তবে খুশিতে নাচছেন পাপা অনিল কাপুর। এদিন পাপারাতজিদের মিষ্টি বিতরণ করতে দেখা গেল অনিল কাপুরকে। মেয়ে-জামাইয়ের জন্য আর্শীবাদ প্রার্থনা করলেন অভিনেতা।

নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি রিয়া-করণ।হামেশাই সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন। কাপুর পরিবারের সব অনুষ্ঠানে ফ্যামিলি ফটোতে দেখা মিলেছে করণের। আর এবার চারহাত এক হচ্ছে অবশেষে। 

বন্ধ করুন