বাংলা নিউজ > বায়োস্কোপ > Richa Chadha-Ali Fazal’s wedding: এই অক্টোবরে বিয়ের পিঁড়িতে আলি-রিচা! মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর

Richa Chadha-Ali Fazal’s wedding: এই অক্টোবরে বিয়ের পিঁড়িতে আলি-রিচা! মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর

অক্টোবরে চার হাত এক হচ্ছে আলি-রিচার

চলতি বছর অক্টোবরে চার হাত এক হচ্ছে আলি-রিচার। সেপ্টেম্বরের শেষের দিক থেকেই শুরু হবে প্রাক বিয়ের পর্ব। দিল্লিতে প্রাক বিয়ের পর্ব সেরে মুম্বইয়ে সাত পাক ঘুরবেন এই জুটি। 

বলিউডে ফের বিয়ের সানাই। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিচ্চা চাড্ডা ও আলি ফজল। সেপ্টেম্বরের শেষেই শুরু হয়ে যাবে দুজনের বিয়ের সেলিব্রেশন। দিল্লিতে অনুষ্ঠানপর্ব শুরু হলেও সপ্তাহব্যাপী সেলিব্রেশন চলবে অক্টোবরের গোড়াতেও।

সূত্রের খবর, রিচা চাড্ডা এবং আলি ফজল দিল্লির কাছে একটি রাজকীয় ঐতিহ্য দুর্গে তিন দিনের প্রাক-বিবাহের অনুষ্ঠানের পর মুম্বইতে গাঁটছড়া বাঁধবেন। প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে গাঁটছড়া বাঁধবেন দুজনে। সেপ্টেম্বরের শেষে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠান। মুম্বইয়ে রাজকীয় ভাবে হবে বিয়ের অনুষ্ঠান। ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ৭ অক্টোবর হবে রিসেপশন পর্ব। আরও পড়ুন: টেনিস খেলতে নেমে পাপারাৎজ্জির লেন্সবন্দি রিয়া এবং শিবানী, রইল ছবি

চারজন নামী ফ্যাশন ডিজাইনার রিচার বিভিন্ন ব্রাইডাল পোশাক ডিজাইন করবেন। প্রায় দশ বছরের প্রেম, এবার পরিণতি পাওয়ার অপেক্ষায়। রিচা এবং আলির ২০২০ সালে গাঁটছড়া বাঁধার কথা ছিল, তবে মহামারীর কারণে তাঁদের বিয়ে স্থগিত হয়ে যায়। পরে এই জুটি ২০২২ সালের মার্চে বিয়ের পরিকল্পনা করেছিলেন। বর্তমানে মুম্বইয়ে সাগরমুখী একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকেন তাঁরা। আরও পড়ুন: লাল হার্ট কাট টপ, মিনি স্কার্টে ‘হটি নটি’! ব্যাকলেস এই পোশাকে তুমুল ভাইরাল উরফি

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ফুকরে’ সিনেমার শ্যুটিংয়ে অভিনেতা আলি ফজল ও রিচা চাড্ডার প্রথম পরিচয় হয়। তারপর সাত বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি ফজল। ২০২০ সালে বিয়ে করার কথা থাকলেও, কাঁটা হয়ে দাঁড়ায় করোনা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।

বন্ধ করুন