গত জুলাইতে মেয়ের বাবা-মা হয়েছেন রিচা চাড্ডা-আলি ফজল। তারপর থেকে সদ্যোজাত কন্যাকে নিয়েই সময় কাটছে রিচা ও আলির। জুলাইতেই মেয়ের এক টুকরো পায়ের ছবি দিয়ে সকলকে সন্তান আসার সুখবর শুনিয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু কী নাম রেখেছেন আদরের কন্যার?
রিচা চাড্ডা-আলি ফজল জানাচ্ছেন, তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন জুনেরা ইদা ফজল। মেয়ের নাম জানিয়ে অভিনেতা আলি ফজল জানাচ্ছেন, ‘একটা শিশুর জন্ম কীভাবে যে আপনার জীবনের শূন্যতাগুলি পূরণ করে দেয় তা হয়ত আপনি নিজেও জানেন না। এই বিষয়টিই আমাকে আরও বিস্মত করে। মেয়ে আসার পর এখন কাজ করাটাই খুব কঠিন। আমি যখন বাড়ি ছেড়ে বের হই তখন গুরুতর উদ্বেগ নিয়ে যাই, কারণ আমি শুধু এখন মেয়ে জুনেরাকেই দেখতে চাই, আর চাই রিচাও ওর আশেপাশে থাকুক।’
এর আগে গত ১৬ জুলাই সন্তান আসার সুখবর ঘোষণা করে আলি ফজল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘১৬.০৭.২৪ তারিখে এক সুস্থ শিশু কন্যার আগমনের ঘোষণা করতে পেরে আমরা যেন আনন্দের গোলাপী সুড়সুড়ি দিচ্ছি! আমাদের পরিবারের সদস্যরা আনন্দিত এবং আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁদের ভালবাসা পাওয়ার জন্য ধন্য। ধন্যবাদান্তে রিচা চাড্ডা এবং আলী ফজল।’ সেসময় এই পোস্টের সঙ্গে দম্পতি ইনস্টাগ্রামে তাঁদের ছোট্ট শিশুটির পায়ের এক টুকরো ঝলক শেয়ার করেছিলেন। ফের লিখেছিলেন, ‘আমাদের জীবনে সব থেকে বড় মানুষটাকে নিয়ে একটা যৌথ ঘোষণা করছি। আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছোট্ট মেয়েটা আমাদের সারাক্ষণ ব্যস্ত করে রেখেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য।’
আরও পড়ুন-ছুটবে হাসির ফোয়ারা, আসছে অক্ষয়-গোবিন্দা-পরেশ রাওয়ালের ‘ভাগাম ভাগ ২’
প্রসঙ্গত, কিছুদিন আগেই দীপিকা পডুকোন-রণবীর সিংও তাঁদের মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন। তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। আর এবার সন্তানের নাম জানালেন আলি-রিচা।
টানা আট বছর ডেটিং করার পর ২০২০ সালে বিয়েটা সেরে ফেলেন রিচা চাড্ডা ও আলি ফজল। বিশেষ বিবাহ আইনের অধীনে লকডাউন চলাকালীনই বিয়ে করেছিলেন তাঁরা। পরে তাঁরা দিল্লিতে আলাদা করে হলদি এবং সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন। ২০২২ সালে মুম্বইতে একটা সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করেন তাঁরা। এরপর চলতি বছরের ১৬ জুলাই তাঁদের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান।
কাজের ক্ষেত্রে রিচা চাড্ডাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয়লীলা বনশালির ‘হীরামন্ডি’তে। অন্যদিকে আলি ফজলকে দেখা গিয়েছিল মির্জাপুর-৩তে। .