কিছুদিন আগে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালি। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে রিচা চাড্ডা। অভিনেত্রী সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারিদের সঙ্গে সম্প্রতি এসেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে। সেখানে এসে অভিনেত্রী জানান এই সিরিজের একটি শটের জন্য তিনি মোট ৯৯ বার রিটেক দিয়েছেন। কিন্তু সেই শট কোনটি জানেন? রিচা নিজেই প্রকাশ্যে আনলেন সেই তথ্য।
কী জানালেন রিচা?
রিচা চাড্ডা এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে আনেন যে তিনি হীরামান্ডি সিরিজের কোন শট ৯৯ বার রিটেক দিয়েছেন। এদিন অভিনেত্রীর এক ভক্ত এই সিরিজে রিচার নাচা মাসুম দিল হ্যায় মেরা গানটি পোস্ট করেন। সেই ভিডিয়ো অভিনেত্রী নিজের স্টোরিতে শেয়ার করেন। এবং লেখেন, 'শেষবারের মতো আমি এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি। আমি যে শটের জন্য ৯৯ বার রিটেক দিয়েছি সেই শটটি সিরিজে রাখাই হয়নি। সেই শট ভালো হয়নি। হয়তো সেদিন আমি খুব খারাপ পারফর্ম করেছি। এবার সবাই বুঝে যাও প্লিজ '
আরও পড়ুন: এক ধাক্কায় গল্প এগোল ১২ বছর, এবার ‘মঙ্গলময়ী মা শীতলা’র মহিমা শোনাতে আসছেন ‘তুঁতে’ দীপান্বিতা
কী নিয়ে এত কথা?
সম্প্রতি হীরামান্ডি সিরিজের প্রচারে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসেছিলেন অদিতি রাও হায়দারি, শরমিন শেহগেল, সোনাক্ষী সিনহা এবং রিচা চাড্ডা এসেছিলেন। সেখানেই রিচা নিজে এই প্রসঙ্গ তোলেন। জিজ্ঞেস করেন এই সিরিজে কার কতবার রিটেক হয়েছে? সোনাক্ষী তাতে জানান তাঁর সংখ্যা ১২ পেরোয়নি। একই জবাব দেন অদিতি। জানান ১২-১৩ এর বেশি নয়। তখন রিচা জানান, 'আমার সবথেকে বেশি রিটেক হয়েছে। ৯৯ বার।'
তিনি আরও বলেন, ' আমি প্রায় সেঞ্চুরি করতে করতে আটকেছি। আসলে এত সহজ নয়। ২০০-৩০০ জন এক্সট্রার সঙ্গে নাচ করছ ধরুন, তারা সবাই আপনাকে দেখছে আর আপনি পারফর্ম করতে পারছেন না। কেমন লাগে ভাবুন।'

আরও পড়ুন: শিমুলকে হত্যার চেষ্টায় ৭ বছরের জেল পলাশের, ভুল শুধরে নিজেকে এবার বদলাবে প্রতীক্ষা?
হীরামান্ডি প্রসঙ্গে
হীরামান্ডি সিরিজটি গত ১ মে মুক্তি পেয়েছে। সঞ্জয় লীলা বানসালির এই সিরিজে উঠে এসেছে পাকিস্তানে অবস্থিত হীরামান্ডির গল্প। গোটাটাই প্রাক স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অভিনয়ে আছেন অদিতি রাও হায়দারি, শরমিন শেহগল, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, মনীষা কৈরালা, শেখর সুমন, ফারদিন খান, প্রমুখ।