এই কন্যা দিবস রিচা চাড্ডার জন্য খুবই বিশেষ কারণ তিনি এই প্রথমবার তাঁর মেয়ের সঙ্গে দিনটি উদযাপন করছেন। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে অভিনেত্রী তাঁর মাতৃত্বকালীন সময়ের কিছু অদেখা ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলি শেয়ার করে তিনি জানান যে, তিনি একদিন তাঁর ছোট্ট মেয়ের সঙ্গে এই ছবিগুলি দেখার অপেক্ষায় রয়েছেন।
রিচার বিশেষ পোস্ট সম্পর্কে
রবিবার কন্যা দিবসে ইনস্টাগ্রামে মাতৃত্বকালীন সময়ের কিছু অদেখা ছবি শেয়ার করেছিলেন রিচা চড্ডা। ছবিগুলি শেয়ার করে তিনি তাঁর ছোট্ট মেয়ের জন্য একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন।
ছবিতে দেখা গিয়েছে শাড়ি পরে গর্বের সঙ্গে বেবি বাম্প দেখাচ্ছেন অভিনেত্রী। ছবিগুলি শেয়ার করার সময় তিনি মন্তব্য বিভাগ বা কমেন্ট সেকসনটি বন্ধ রেখেছিলেন।
তিনি পোস্টে শেয়ার করে শুরুতেই লেখেন, ‘মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন, আমার মা আমার চারপাশে তাঁর সুরক্ষা, তাঁর ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন। তাই আমাকে না জেনেই আমার চারপাশের লোকজন বুঝতে পেরেছিলেন যে আমার মূল্য আছে।’ তোমার সবসময়ই মূল্য থাকবে, আমার ছোট্ট মেয়ে।'
আরও পড়ুন: ‘এই বছরই পুজোয় প্রেম করব’, পুজোর প্ল্যানে বড় চমক নাকি সুস্মিতার! তাঁর শপিং পার্টনারটি কে
এই ফটো শ্যুটের নেপথ্যে যে গল্প রয়েছে সে কথা বর্ণনা করে রিচা আরও লেখেন, ‘এই ছবিগুলি আমার গর্ভাবস্থার ৯ মাসে তোলা হয়েছিল। আমার শরীরে পবিত্র জ্যামিতির চিহ্নগুলি অবন্তিকা এঁকে দিয়েছিলেন। আমার নাভিতে জীবনের ফুল, আর আমার বুকে স্বর্গীয় নারীত্বের প্রতীক। সেই সময় আমি জানতাম না যে আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হবে।’
পোস্টে, রিচা মহিলাদের ‘মহাবিশ্বের পবিত্র পাত্র’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, 'হ্যাপি ডস্টার্স ডে লিটল গার্ল। আমরা একদিন এই ছবিগুলো একসঙ্গে দেখব, যেখানে তুমি ভিতর থেকে পোজ দিয়েছিলেন। এটা শুধু আমাদের জন্য, যেটা বাইরের লোকজন দেখতে পাবে কিন্তু তা নিয়ে কথা বলতে পারবে না।'
আরও পড়ুন: কৌশানীকে কেন ‘টোন ডাউন’ করতে বললেন বনি? প্রেমিককে নিয়ে যা বললেন নায়িকা
রিচা চাড্ডা এবং আলি ফজলের সম্পর্কে
বলিউডের নতুন তারকা বাবা-মা তাঁরা। তাঁরা তাঁদের প্রথম সন্তানের জন্মের আগে একটি মাতৃত্বকালীন ফটোশুটের করেছিলেন। তারপরই তাঁরা তাঁদের শিশু কন্যার জন্মের ঘোষণা করেছিলেন। ১৬ জুলাই তাঁদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছিল।
এই দম্পতি একটি যৌথ ভাবে বলেছিলেন, ‘আমরা গোলাপি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ১৬.০৭.২৪ এ আমাদের একটি সুস্থ কন্যা সন্তান পৃথিবীতে এল! আমাদের পরিবার খুবই আনন্দিত। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাঁদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’
এর আগে রিচা চাড্ডা এবং আলি ফজল একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তাঁর গর্ভাবস্থার খবরটি শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল, ‘১ + ১ = ৩।’ ক্যাপশনে লিখেছেন, ‘একটি ক্ষুদ্র হৃদস্পন্দন আমাদের পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দ।’
‘ফুকরে'-এর সেটে দেখা হয় রিচা ও আলির। অভিনেতারা ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁদের বিয়ের ঘোষণা করেছিলেন এবং অক্টোবরে লখনউতে গাঁটছড়া বাঁধেন। রিচা চাড্ডাকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সে সয়ঞ্জ লীলা বনসালীর ওয়েব সিরিজ 'হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ।