বাবা রিক্সা চালান। অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। তবুও সেটা কখনই পড়াশোনা বা স্বপ্ন দেখার পথে কাঁটা হয়ে দাঁড়ায়নি। অদম্য জেদের উপর ভর দিয়ে এগিয়ে গিয়েছেন গোবিন্দ জয়সাল। স্বপ্ন সফল করে হয়েছেন আইএএস অফিসার। আর তাঁর সেই দারুণ অনুপ্রেরণামূলক কাহিনির উপর নির্ভর করে বানানো হয়েছে নতুন হিন্দি ছবি, অব দিল্লি দূর নেহি। সেই ছবিরই পোস্টার এবার প্রকাশ্যে এল।
দিল্লি দূর নেহি ছবির নির্মাতারা এই ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন। সেখানে দেখা যাবে বিহারের এক সাধারণ ছেলের জীবনের ওঠা পড়া, সফলতার গল্প। এই ছেলেটি শত প্রতিকূলতা পেরিয়েও কী করে আইএএস পরীক্ষায় পাশ করেন সেটা জানাবে এই ছবি। তবে যে জিনিসটা সবার নজর কেড়েছে এখানে সেটা হল একজন রিক্সা চালকের ছেলে হয়েও তিনি আইএএস পরীক্ষায় সফল হন।
২০০৬ সালে গোবিন্দ জয়সাল ইউপিএসসি পরীক্ষা পাশ করেন। তিনি গোটা ভারতের মধ্যে ৪৮ র্যাঙ্ক করেন। মাত্র ২২ বছরে তিনি এই পরীক্ষা পাশ করেন। গরীব পরিবারের ছেলে হয়েও তাঁর এই সাফল্য অনেককে সাহস জুগিয়েছিল। তবে না, এটি তাঁর বায়োপিক নয়। কিন্তু তাঁর জীবনের ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।

অব দিল্লি দূর নেহির পোস্টার
এই ছবিতে ইমরান জাহিদকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তিনি এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন। ছবিটির পরিচালনা করেছেন কমল চন্দ্র। ঘটনাচক্রে জাহিদও বিহারের ছেলে। আর এই ছবির জন্য নাকি তিনি গোবিন্দের সঙ্গে দেখা করেন যাতে তিনি তাঁর সঙ্গে কথা বলে চরিত্রটাকে বড়পর্দায় আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারেন। এছাড়া এই ছবিতে অভয় শুক্লা, শ্রুতি সোধি, প্রমুখকে দেখা যাবে। ছবিটির প্রযোজনা করেছেন বিনয় ভরদ্বাজ। আগামী ১২ মেতে মুক্তি পাবে এই ছবি।