ঋদ্ধি সেন বর্তমানে আমেরিকায় রয়েছেন। তিনি সহ টলিউডের একাধিক শিল্পী, অভিনেতা, পরিচালকরাই এবার NABC ২০২৪ এ যোগ দিতে শিকাগো উড়ে গিয়েছিলেন। ৬ জুলাই সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ঋদ্ধি। সেখানকার বেশ কিছু ছবি এদিন পোস্ট করতে গিয়ে ট্রোল্ড হন কৌশিক পুত্র।
আরও পড়ুন: লন্ডনের আলিশান রেস্তোরাঁয় জমলো সৌরভের জন্মদিনের মধ্যাহ্নভোজ! শেষপাতে চমক হিসেবে কী পেলেন দাদা?
ঋদ্ধির ছবি নিয়ে হইচই
ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজর্ষি নাগ সম্প্রতি নিউ ইয়র্ক গিয়েছিলেন। সেখান থেকে একাধিক ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কোনও ছবিতে তাঁদের তিনজনকে একসঙ্গে টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। কোনওটায় আবার রাজর্ষি এবং ঋদ্ধি আছেন কেবল। তবে সবগুলো ছবির মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে ঋদ্ধি এবং তাঁর বিশেষ বান্ধবী সুরঙ্গনার ছবিটি। সেখানে টাইমস স্কোয়ারে প্রেমিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেতাকে।
এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন তাঁদের অনুভূতির কথা, এই জায়গাটার কথা। এবং অবশ্যই বন্ধুত্বের কথা। তবে এত কিছুর মধ্যেও কটাক্ষের মুখে পড়তে হল বগলা মামা খ্যাত অভিনেতাকে।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'এত নির্লজ্জ যে ওপেনলি ছবি পোস্ট করছে। তোদের বাবা মাও তো দেখছে। তাঁদের সম্মানটা কোথায় যাবে?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বিদেশের রাস্তায় বাঙালির "চুমুগিরি". কেঁপে গেলো সারা বিশ্ব।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একটা প্রকাশ্য চুমু খেতে এতদূর যেতে হয়, আমাদের পোড়া দেশে সংস্কৃতির এতই বাহুল্য।'
আরও পড়ুন: গৌরবের জায়গায় এবার সুমিত ব্যাস? রাজের হিন্দি পরিণীতার কোন চরিত্রে কাকে দেখা যাবে?
তবে অনেকেই আবার তাঁদের এই ছবির প্রশংসা করেছেন। এক ব্যক্তি ঋদ্ধি এবং সুরঙ্গনার প্রথম ছবি ওপেন টি বায়স্কোপের একটি দৃশ্যের সঙ্গে মিলের কথা লেখেন। আরেকজন যাঁরা কটাক্ষ করছেন তাঁদের এক হাত নিয়ে লেখেন, 'একটা চুমুই তো খেয়েছে। তা নিয়ে সবার কি সমস্যা! কেউ কেউ লিখেছে বাবা মা দেখলে কি হবে! বাবা মা যদি দেখে সন্তান তার ভালোবাসার মানুষকে চুমু খাচ্ছে, তাদের খুশী হওয়া উচিৎ। তারাও তো ছোট ছিল। তাদের সময় কত বাধ্যবাধকতা ছিল। তারা একে অপরের মুখ দেখতে পেত না। এমনিই তো বড্ড ভাঙা চোরার সময়। সেই সময় তাদের সন্তান কারো সাথে জুড়ে আছে দেখলে তো তাদের খুশী হওয়া উচিৎ।' তৃতীয় ব্যক্তি সুমনের গান উদ্ধৃত করে লেখেন, 'চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।'