এই বছরের স্বাধীনতা দিবসের দিনই উসকে গেল বিতর্ক। এদিন অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ভারতবর্ষ বানানটি ভুল লেখেন। আর তারপরই তাঁকে রীতিমত তুলোধোনা করলেন ঋদ্ধি সেন। যদিও বর্তমানে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন।
আরও পড়ুন: 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক - অঙ্কুশ
কী লিখেছিলেন মধুমিতা?
এদিন সাদা চুড়িদার পরে একাধিক ভঙ্গিমায় ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মধুমিতা সরকার। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'স্বাধীনতা দিবেস একটাই প্রার্থনা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।' আর তাঁর এই পোস্ট দেখেই কটাক্ষ করেছেন ঋদ্ধি।
কী লিখেছেন ঋদ্ধি?
ঋদ্ধি এদিন তাঁর পোস্টে লেখেন, 'স্বাধীনতা দিবেস? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল! ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮ তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা হচ্ছে না। যে রাজ্যের এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মত অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনও দিনই শিল্পী হতে পারবে না, ছিল না অভিনেতা। অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত থাকতে গেলে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ, ইতিহাস, শিক্ষা এই শব্দগুলো এদের কাছে ভিনগ্রহী।'
প্রসঙ্গত এদিন ১৪ অগাস্টের রাত দখলের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় ভুল বানান দিয়েই নিজে পোস্ট করেছেন ঋদ্ধি। সেখানে তিনি মাতৃভূমির জায়গায় মাতৃভুমি লিখেছেন। এমনকি প্রণাম, সংগৃহীত বানান দুটিও ভুল লিখেছেন তিনি! যদিও বর্তমানে ঋদ্ধি মধুমিতাকে কটাক্ষ করে লেখা পোস্ট ডিলিট করে দিয়েছেন।