বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সেটে বাংলায় কথা বলতেন', প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ ঋদ্ধি, ভাগ করলেন কাজের অভিজ্ঞতা

'সেটে বাংলায় কথা বলতেন', প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ ঋদ্ধি, ভাগ করলেন কাজের অভিজ্ঞতা

প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ ঋদ্ধি

Riddhi Sen: শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রদীপ সরকার। তাঁকে শ্রদ্ধা জানালেন ঋদ্ধি সেন। মনে করলেন প্রদীপ সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রদীপ সরকার। তাঁর প্রয়াণে বলিউড থেকে টলিউড সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। হেলিকপ্টার এলা ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন ঋদ্ধি সেন। এবার তিনি পরিচালকের বিষয় বলতে গিয়ে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। জানালেন তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল প্রদীপ সরকারের। এদিন এই খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন অভিনেতা। জানালেন, 'সকালবেলা খবরটা পেয়ে কিছু বলার অবস্থায় নেই আমি'।

ঋদ্ধি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'গত সপ্তাহেই দাদার সঙ্গে আমার ফোনে কথা হল। তাঁর চলে যাওয়ায় চলচ্চিত্র জগৎ এবং অবশ্যই বিজ্ঞাপন জগতের একটা বড় ক্ষতি হল। আর আমার মনে হয় ওঁর মতো মানুষ এখন পৃথিবীতে বিরল। আজকাল কাজের মধ্যে একটা করা পেশাদারিত্ব ব্যাপার এসে গিয়েছে। সেটে কেউই কারও সঙ্গে তেমন কথা বলে না। তবে প্রদীপ দার পেশাদারিত্ব ছিল অন্যরকমের। তাঁর কাজ করার ধরন ছিল আলাদা। উনি চলে যাওয়ায় মনে হচ্ছে আমরা যেন আন্তরিকতা হারিয়ে ফেললাম।'

তিনি প্রদীপ সরকারের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, 'সব থেকে মজার বিষয় হল উনি সেটে সবসময় বাংলায় কথা বলতেন। হিন্দিভাষীদের সঙ্গেও তিনি বাংলাতেই কথা বলতেন। ফলে যাঁরা ওঁর সঙ্গে কাজ করতেন তাঁরা সকলেই কাজের শেষে বাংলা শিখে যেতেন। ওঁর সেন্স অব হিউমার ব্যাপক ছিল। কখনও মনে হয়নি উনি আমার বয়সী নন।'

প্রদীপ সরকারের চলে যাওয়ার খবর এদিন হংসল মেহতা সকলের সঙ্গে ভাগ করে নেন। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রদীপ সরকার। তাঁর শরীরে পটাশিয়ামের মাত্রা ভীষণ রকম কমে গিয়েছিল। তিনি মর্দানি, লাগা চুনরি মে দাগ, হেলিকপ্টার এলা, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন দর্শককে।

বায়োস্কোপ খবর

Latest News

বিয়ের পর মুসলিম হওয়া ভিভিয়ান ডিসেনা থেকে শেহজাদা-শিল্পা, বিগ বস ১৮-তে এলেন কারা IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.