রাজ্যে নাট্যোৎসব ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার অভিযোগে সরব টলিউডের একাংশ। শিল্পীদের গায়ে হাত তোলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন প্রদীপ্ত ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, আরজে সায়ন ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যের মতো টলিউড ব্যক্তিত্বরা। এবার নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব অভিনেতা ঋদ্ধি সেন।
ফেসবুকে দীর্ঘ পোস্ট করে শাসক দলকে আক্রমণ শাণিয়েছেন ঋদ্ধি। ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘অমিত সাহা এবং অরূপ খাঁড়ার গায়ে হাত ওঠার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গের শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক, কতজনের গায়ে হাত তুলবে এই তৃণমূলের লুম্পেন গুন্ডা বাহিনী।'
আরও পড়ুন: ‘রবীন্দ্রসদনে নাটক রয়েছে, এসে মেরে যান…’, শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অনির্বাণ
আরও লিখেছেন, 'নাট্যোৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে , আইন নিজের হাতে তুলে নিয়ে এরা দেখিয়ে দিলো যে মানুষের থেকে কেকের মূল্য বেশি। সদ্য গজিয়ে ওঠা উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব, যুক্তি আর বুদ্ধি কে চিতায় তুলে সব শাসক দল সেই গায়ে হাত তোলে, আবার তুলবে, বার বার তুলবে, আমরা ব্যর্থ, নির্লজ্জ, হতভাগ্য জনগণ, এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা।’
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বেলেঘাটা পার্টি অফিসে নাট্যোৎসব করার আবেদন জমা দিতে গিয়েছিলেন অভিনেতা তথা ‘বিদূষক নাট্যমণ্ডলী’র নাট্য পরিচালক অমিত সাহা এবং তাঁর দলের সহকর্মী। সেখানেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ এবং মারধরের অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস ও তাঁর বাবা, তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে।
তাঁদের অভিযোগ, পাশেই বেলেঘাটা মেন রোডে একটি কেক উৎসবের মাইক বাজানোয় অসুবিধা হওয়ায় ২৩ ডিসেম্বর, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তাঁর দাবি, তখনই জানতে পারেন তৈরি করা মঞ্চ খুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গেলে তৃণমূল নেতা অলোক দাস তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হয় নাট্য উৎসব। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একাধিক নাট্যব্যক্তিত্ব-সহ টলিউডের পরিচালক এবং অভিনেতারাও। ২৮ ডিসেম্বর প্রতিবাদী সভায় গিয়েও মুখ খুলেছেন অনেকে।