সম্প্রতি অলিম্পিক্সের শেষ ধাপে পৌঁছিয়েও বাদ হয়ে গিয়েছেন ভিনেশ ফোগাট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁর স্বর্ণপদক জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছে। অনেকেই এই বিষয়টার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। কেউ কেউ তো সোজাসুজি আক্রমণ শানিয়েছন কেন্দ্রীয় সরকারকে। আর তাঁদেরই অন্যতম হলেন ঋদ্ধি সেন।
আরও পড়ুন: মালিক না ফিরলেও ঘর ওয়াপসি হল পোষ্যর! ৪০ হাজারে বিক্রি হয়েও গণভবনে ফিরল হাসিনার বিড়াল, কীভাবে?
ভিনেশকে নিয়ে কী লিখেছেন ঋদ্ধি?
অলিম্পিক্স থেকে বাদ হওয়ার পর ভিনেশ জানিয়েছেন তিনি কুস্তিকে বিদায় জানালেন। আর খেলবেন না তিনি। তারপরই ঋদ্ধি ভিনেশের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, '১০০ গ্রাম সাহস যা কিছু কাপুরুষ তুলতে পারেনি। তোমার সব থেকে বড় সম্মানের মেডেল হল যে সঠিক সেটার জন্য তুমি যেভাবে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছ সেটা। এই দেশের যেটা পচনশীল জিনিস সেটা সাহসের ওজনের সামনে সোনার চমকও ফিকে পড়ে যায়। আর এটা অনেকে বিজয়ী হওয়ার পরও তাঁদের মধ্যে দেখা যায় না। পদকে জং পড়ে যায়, পদক কেবল মেটাল হয়ে যায়। কিন্তু তোমার শিরদাঁড়া অন্য কিছু দিয়েই তৈরি। সেটায় কখনও জং ধরে না সময়ের সঙ্গে। তোমার জন্য গর্বিত। কুস্তি চালিয়ে যাও তাঁদের বিরুদ্ধে যাঁরা তোমায় দমিয়ে রাখতে চায়, তোমার সাহসকে দমিয়ে রাখতে চায়।'
আরও পড়ুন: আসছে বিগ বস ১৮! কবে থেকে শুরু হচ্ছে সলমনের শো? শাইনি আহুজা সহ কাদের কাছে প্রস্তাব গেল অংশ নেওয়ার?
আরও পড়ুন: কেবল অভিনয় নাচ নয়, গানেও সমান দক্ষ রুবেল! কিশোর কুমারের গান গেয়ে তাক লাগালেন 'নিম ফুলের' সৃজন
কেবল ঋদ্ধি একা নন। এদিন স্বরা ভাস্করও তাঁর পোস্টে জানিয়েছেন ভিনেশের সঙ্গে যা হয়েছে সেটা ঠিক হয়নি। এটা স্রেফ ষড়যন্ত্র একটি। বাদ যাননি তাপসী পান্নুও। এভাবে ভিনেশের হাত থেকে পদক ফসকে যাওয়ায় হতাশ দেশবাসীও।