বাংলা সিনেমা ‘ঘটিয়া’। বেশকিছুদিন আগে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বলিউডের নামী পরিচালকের এমন মন্তব্যে বাংলাতেও হইচই পড়ে গিয়েছিল। বাংলা থেকে অনেকেই অনুরাগের এমন কথায় বিরক্ত হয়েছিলেন, সমালোচনা করেছিলেন। তবে এবিষয়ে ভিন্ন মত অভিনেতা ঋদ্ধি সেনের।
সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ঋদ্ধি সেন। আনন্দবাজারকে ঋদ্ধি সেন বলেন, অনুরাগ সহজ, সরল ও স্পষ্টবাদী মানুষ। তাঁর কথাকে বিকৃত করা হয়। সম্প্রতি ঋদ্ধির কথায়, ‘আমরা অনুরাগের কথাকে বিকৃত করেছি। কারণ আমরা ওঁর স্পষ্টবাদিতা, সত্যবাদিতা নিতে পারি না। উনি ওঁর বক্তিগত মতমত জানিয়েছেন। ওঁর কথা থেকে কিছু কথা তুলে ভুল তথ্য তুলে ধরা হয়েছে।’
ঋদ্ধির কথায়, শুধু বাংলা ছবি নয়, অনুরাগ কাশ্যপ গোটা পৃথিবীর ছবির অবনতি নিয়ে আক্ষেপ করেছিলেন। আগের মতো বাংলা ছবি সারা বিশ্বের কাছে আদর্শ নয়, সেটাই অনুরাগের খারাপ লাগার কারণ। ভারতীয় সিনেমার নিরিখে বাংলা ছবির এই অবস্থান অনুরাগের ভালো লাগেনি। তাঁর কাছে যখন একথা জানতে চাওয়া হয়েছিল, তাই তিনি নিজের মতামত জানিয়েছেন।
ঋদ্ধির কথায়, অনুরাগ যা বলেন মন থেকে বলেন। আদতে তিনি শিশুর মতো সরল। উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানেন না। আমরাই আসলে প্যাঁচালো হয়ে গিয়েছি। সোজা কথা নিতে পারি না, অকারণ বিতর্ক তৈরি করি। অনুরাগারের সঙ্গে কাজ করা নিয়ে ঋদ্ধি বলেন, অনুরাগ ভীষণই ঠাণ্ডা মাথার মানুষ। সারাক্ষণ অভিনেতাদের স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবেন। প্রয়োজনে প্রতিটি শট ধরে ধরে বুঝিয়ে দেন। আলোচনা আড্ডার মধ্যে কাজ করেন। অবসরে আড্ডার দেন বলে জানিয়েছেন ঋদ্ধি।
প্রসঙ্গত, ঋদ্ধি সেন অনুরাগ কাশ্যপের যে ছবিতে কাজ করছেন, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন সানায়া মালহোত্রা। যদিও সানায়া ঠিক তাঁর বিপরীতে অভিনয় করছেন এমনটা নয়। তবে সানায়া মালহোত্রার সঙ্গে তাঁর বেশি দৃশ্য রয়েছে বলে জানিয়েছেন ঋদ্ধি। সানায়া ছাড়াও এই ছবিতে ঋদ্ধির সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, সাবা আজাদ, জীতেন্দ্র যোশি, নাগেশ ভোঁসলে সহ আরও অনেকে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।
তবে আপাতত প্রথম পর্বের শ্যুটিং সেরে কলকাতায় ফিরে এসেছেন ঋদ্ধি সেন। আপাতত কিছুটা বিরতি, তারপর ফের কাজ শুরু হবে। প্রসঙ্গত এর আগে হিন্দিতে 'হেলিকপ্টর ইলা', ‘পার্চড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন।