বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi-Surangana: ‘সুরঙ্গনা ভালো পর্ন দেখলে আমায় বলে দেখিস!’, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে ঋদ্ধি

Riddhi-Surangana: ‘সুরঙ্গনা ভালো পর্ন দেখলে আমায় বলে দেখিস!’, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে ঋদ্ধি

সুরঙ্গনার সঙ্গে সম্পর্কের সমীকরণ শেয়ার করলেন ঋদ্ধি। 

দেখতে দেখতে আট বছর পেরিয়ে গিয়েছে ঋদ্ধি-সুরঙ্গনার প্রেমের। সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললে কৌশিক পুত্র। 

বন্ধুত্বের হাত ধরেই তাঁদের প্রেমের সূত্রপাত। ওপেন টি বায়োস্কোপে কাজ করার সময়তেই প্রথমবার ঋদ্ধি আর সুরঙ্গনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই থেকেই শুরু হয়েছিল দুজনের বন্ধুত্বও। যা ধীরে ধীরে প্রেমে গড়ায়। দেখতে দেখতে ভালোবাসার বয়সও পেরিয়ে গিয়েছে আট বছর। 

এই সম্পর্কে ঠিক যতটা ভালোবাসা আছে, ততটাই আছে বন্ধুত্ব। একে-অপরের প্রতি ভরসা আর বিশ্বাস। সম্প্রতি ঋদ্ধি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মোটেও 'ওপেন টি বায়োস্কোপ'-এর সেটে প্রেমের শুরুটা হয়নি। তখন তাঁরা শুধুই ভালো বন্ধু ছিলেন। ছবির প্রচার যখন চলছে তখন সুরঙ্গনার স্কুলের একটা ছেলেকে ভালো লাগত। কিন্তু সুরঙ্গনার অন্য কোনও ছেলেকে ভাল লাগে শুনে, কেমন একটা কষ্ট হয়েছিল ঋদ্ধির। আর তারপর 'তোর জন্য' গানটা মুক্তি পাওয়ার পর ঋদ্ধির মনে হতে শুরু করে, ‘এই প্রেমটা কি শুধু বড়পর্দায় আর স্বপ্নেই থেকে যাবে? কখনও বাস্তবে হবে না?’ এরপর মধ্যস্থতা করেন ঋতব্রত। বন্ধুর পরামর্শে প্রেমপত্র লিখে গুঁজে দেন বইয়ের ফাঁকে। আর সেই বই দিয়ে আসেন সুরঙ্গনাকে। ৪-৫ ঘণ্টা পর মেসেজে আসে একটা ছোট্ট উত্তর-- 'হ্যাঁ'। 

আনন্দবাজার অনলাইনকে ঋদ্ধি জানালেন, সুরঙ্গনার প্রেমে পড়ার পরও ‘ইনফ্যাচুয়েশন’ এসেছে তাঁর জীবনে। তবে সেকথা মোটেই লুকিয়ে রাখেননি। বরং সুরঙ্গনাকে জানিয়েছেন। উলটোটা সুরঙ্গনার ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকী, দুজনে এই নিয়ে একে-অপরের পিছনে লাগার সুযোগও ছাড়েন না।

ঋদ্ধির কথায়, ‘সম্পর্কের স্বচ্ছতার কারণেই এগুলো নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করেছি। একটা আদর্শ বন্ধুত্বে এটাই হওয়া উচিত। আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড আমার কাছে একই।’

‘একসঙ্গে পর্ন দেখেন কিনা’ সে প্রশ্ন আসতেই কৌশিক সেন পুত্র জানান, তিনি আর সুরঙ্গনা একসঙ্গে পর্ন দেখেছেন। সামাজিক নিষেধাজ্ঞা এই ব্যাপারে মানেন না কেউই। এমনকী, সুরঙ্গনা কোনও ভালো পর্ন দেখে থাকলেও তাঁকে বলে, ‘এটা দেখিস পারলে’। 

মাসখানেক আগে লাভ অ্যানিভার্সারির শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি তাঁর এবং সুরঙ্গনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন একটি মিষ্টি বার্তা। অভিনেতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'প্রথম দেখার আট বছর। তবে এই অন্তহীন শেষের জন্মভূমিতে ‘আজটাই প্রথম’। ১৫ এপ্রিল। এই আট বছর ধরে প্রতি মুহূর্তে একটা করে শুরুর খোঁজ করে চলেছি।'

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির কাজে ব্যস্ত ঋদ্ধি। সুরঙ্গনাকে শেষ দেখা গিয়েছে বল্লভপুরের রূপকথা-য়। সঙ্গে থিয়েটারও করছেন চুটিয়ে একসঙ্গে। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকার… ধনু রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে ১৩৩৮ দিন টেস্টে জেতেনি পাকিস্তান! ফ্ল্যাট পিচের আর্জি শুনে চটে লাল কোচ গিলেসপি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.