বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi-Surangana: 'এই অন্তহীন শেষের...' প্রেমের 'জন্ম'বার্ষিকীতে সুরঙ্গনার জন্য বিশেষ পোস্ট ঋদ্ধির

Riddhi-Surangana: 'এই অন্তহীন শেষের...' প্রেমের 'জন্ম'বার্ষিকীতে সুরঙ্গনার জন্য বিশেষ পোস্ট ঋদ্ধির

প্রেমের 'জন্ম'বার্ষিকীতে সুরঙ্গনার জন্য বিশেষ পোস্ট ঋদ্ধির

Riddhi Sen-Surangana Bandopadhyay: দেখতে দেখতে একসঙ্গে আট বছর পার করে দিলেন ঋদ্ধি এবং সুরঙ্গনা। যে গল্প অনস্ক্রিন বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল সেটা ক্রমেই বাস্তবে পরিণত হয়। যা বদলে যায় প্রেমে। বিশেষ দিনের জন্য কী লিখলেন ঋদ্ধি?

বন্ধুত্ব থেকে প্রেম। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন জুটি। ছোট থেকে বড় হয়ে ওঠা। অনেকগুলো কথাই টলিউডের এই জুটির জন্য যায়। আজ তাঁদের সম্পর্কের বর্ষপূর্তি! কাদের কথা বলছি? যাঁরা সেই দুর্দান্ত ছবির হাত ধরে দর্শকদের কাছে ৯০ দশকের দিনগুলো ফিরিয়ে দিয়েছিল। উত্তর কলকাতার রকের আড্ডা, পাড়ায় পাড়ায় ফুটবলের লড়াই, পাড়ার মধ্যে ছুটকো প্রেম, সেই অবিস্মরণীয় সূর্য গ্রহণ…, ইত্যাদি, প্রভৃতি। এবার বুঝলেন? হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। যে গল্প অনস্ক্রিন বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল সেটা ক্রমেই বাস্তবে পরিণত হয়। যা বদলে যায় প্রেমে।

এই ছবিতেই, মানে ওপেন টি বায়োস্কোপেই প্রথমবার ঋদ্ধি আর সুরঙ্গনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবিতে কাজ করতে গিয়েই তাঁদের প্রথম দেখা হয়। এবং তারপর সেখান থেকে বন্ধুত্ব এবং পরে প্রেম। সেই পথ চলার বয়স আট বছর পেরোল। এদিন তাই একটু স্মৃতি রোমন্থন না করলে হয়!

ঋদ্ধি তাঁর এবং সুরঙ্গনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি মিষ্টি পোস্ট লেখেন। অভিনেতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'প্রথম দেখা আট বছর আগে l তবে এই অন্তহীন শেষের জন্মভূমিতে ‘আজটাই প্রথম’। ১৫ এপ্রিল। এই আট বছর ধরে প্রতি মুহূর্তে একটা করে শুরুর খোঁজ করে চলেছি।'

ছবিতে ঋদ্ধিকে একটি সাদা স্ট্রাইপ কালো টিশার্ট এবং সুরঙ্গনাকে সাদা জামা পরে থাকতে দেখা গিয়েছে। তাঁরা কোনও রেস্তরাঁর মধ্যে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলেন বলেই বোঝা যাচ্ছে। অনেকেই তাঁদের পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন 'এভাবেই ৮০ হোক।' আরেকজন লেখেন, 'এই ভাবেই বেঁধে বেঁধে থাকবেন।' আরেক নেট নাগরিকের মন্তব্য হল, 'ভীষণ পছন্দের জুটি। এভাবেই ভালোবাসা বয়ে যাক।'

ঋদ্ধি এখন মূলত থিয়েটার নিয়ে ব্যস্ত আছেন। ১৫ এপ্রিল তাঁদের নাটক সাজাহানের প্রথম শো মঞ্চস্থ হল। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই শো মঞ্চস্থ হয়। এখন তিনি এবং সুরঙ্গনা দুজনেই ফাটিয়ে মঞ্চে কাজ করছেন। অন্যদিকে অভিনেত্রীকে শেষবার বল্লভপুরের রূপকথা ছবিতে দেখা গিয়েছিল।

বন্ধ করুন