বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi Sen on Chitra Sen: ঠাকুমার জন্মদিনে খোলা চিঠি আদরের 'নাড়ু'র, চিত্রা সেনকে নিয়ে কী লিখলেন ঋদ্ধি

Riddhi Sen on Chitra Sen: ঠাকুমার জন্মদিনে খোলা চিঠি আদরের 'নাড়ু'র, চিত্রা সেনকে নিয়ে কী লিখলেন ঋদ্ধি

চিত্রা সেনকে নিয়ে কী লিখলেন ঋদ্ধি

Riddhi Sen on Chitra Sen: ঠাকুমার জন্মদিনে আবেগঘন পোস্ট ঋদ্ধির। চিত্রা সেনকে নিয়ে লিখলেন একটি মিষ্টি বার্তা। জানালেন ঠাকুমার হাত ধরেই তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল।

আদ্যোপান্ত থিয়েটার বা অভিনয় জগতের পরিবার। ছোট থেকেই এই আবহাওয়াতেই বড় হয়েছেন তিনি। যাঁর হাত ধরে নিজে এই বিনোদন জগতে পা রেখেছেন তাঁর জন্মদিনে একটি মিষ্টি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন নাড়ু, থুড়ি ঋদ্ধি (Riddhi Sen)। হ্যাঁ, অভিনেতা ঋদ্ধি সেন।

তাঁর ঠাকুমা, তথা বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনের (Chitra Sen) জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন পোস্ট করলেন ঋদ্ধি। প্রকাশ্যে আনলেন তাঁর আদরের ডাকনামও। জানালেন ঠাকুমার হাত ধরেই তিনি প্রথমবার নাটকের মঞ্চে উঠে ছিলেন। ঠাকুমার হাত ধরেই তাঁর কাছে খুলে গিয়েছিল রূপকথার দরজা।

চিত্রা সেনের জন্মদিন উপলক্ষে ঋদ্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। একটিতে নাটকের মঞ্চে ঠাকুমার কোলে বসে আছেন তিনি। সেটা তাঁর খুদে বেলার ছবি। আরেকটিতেও তাঁর ছোটবেলার ছবি দেখা যাচ্ছে যেখানে তাঁকে দুই হাতে ধরে আছেন তাঁর ঠাকুমা।

এই ছবি দুটো পোস্ট করে অভিনেতা লেখেন যে ঠাকুমার হাত ধরেই তিনি প্রথমবার তাঁদের বাড়ির গণ্ডি পেরিয়ে রূপকথার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আর ঠাকুমার জন্য রূপকথা অর্থাৎ নাটকের মঞ্চ, সেই জগৎ তাঁর সামনে খুলে গিয়েছিল। অভিনেতার কথায়, '১০৭ হরিস মুখার্জি রোডের গন্ডি পেরিয়ে প্রথমবার রূপকথার দরজার সামনে, প্রথমবার চোখ ভেজানো মঞ্চের অন্ধকারে, প্রথম দেখা সারি সারি মানুষের মুখ , প্রথমবার ভুলে যাও ‘আমি’কে , আম্মার কোলে বসে খুলে গেলো সেই দরজা প্রথমবার , ঘটতে শুরু করলো রূপকথা, আমাদের ভাষায় আমরা যাকে বলি থিয়েটার বা নাটক বা অভিনয়। শুভ জন্মদিন আম্মা, ইতি নাড়ু।'

তিনি জানান প্রথম যে নাটকের মঞ্চের ছবি তিনি পোস্ট করেছেন সেটা ২০০১ সালের। নাটকের নাম প্রাচ্য।

অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'উনি আলো হয়ে থাকুন। উনি স্ক্রিনে থাকলে অন্য দিকে চোখ সরে না।' গায়ক সৌরেন্দ্র মল্লিক লেখেন, 'কিছু সম্পর্ক ভীষণ কাছের হয়। তোমার ঠাকুমার অভিনয় করা আমার অন্যতম পছন্দের চরিত্র হল ১৯ শে এপ্রিলের বয়া। সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি সেখানে।'

ঋদ্ধিকে এখন মূলত নাটকের মঞ্চেই দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি সাজাহান নাটকে অভিনয় করেছেন।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.