রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে চরমে পৌঁছেছিল ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সংঘাত। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সমস্যা আপাতত ভাবে মিটলেও ধীরে ধীরে ঝুলি থেকে বেড়াল বেরোনোর মতো অনেকেই ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধে মুখ খুলছেন। এবার সেই দলে নাম লেখালেন অভিনেতা ঋদ্ধি সেন।
কী লিখেছেন ঋদ্ধি?
ঋদ্ধি সেন এদিন ফেসবুকের পাতায় একটি পোস্ট করেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের সমর্থন করে। সেখানে তিনি তাঁর পোস্টে সাফ সাফ অভিযোগ করে ডিরেক্টরস গিল্ডে স্বজনপোষণ চলে। একই সঙ্গে রাজনৈতিক পার্টির যে এতে প্রচ্ছন্ন প্রভাব আছে সেটাও স্পষ্ট করে দেন।
ঋদ্ধি তাঁর পোস্টে লেখেন, 'যে বিষয়গুলো এখনও অস্পষ্ট - স্রেফ স্বজনপোষণের ভিত্তিতেই কি চলতে থাকবে গিল্ডের কার্ড পাওয়ার প্রক্রিয়া ? নাকি যোগ্যতার ভিত্তিতে বিচার করা শুরু হবে ? ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকরদের কি হবে ? ইন্ডিপেন্ডেন্ট শব্দটাতে কি ফেডারেশনের হস্তক্ষেপ চলতেই থাকবে ? আর সব চেয়ে জরুরি, সিনেমার ফ্লোরে জল দেওয়ার ইতিহাস অবধি যার নেই, সিনেমা নির্মাণের প্রক্রিয়ার ধাপগুলো যিনি ক্রনোলজিকালি উত্তর দিতে গেলে হোঁচট খাবেন, টেকনিসিয়ান শব্দটা বলতে যিনি ‘cine’র বদলে ‘পার্টি’ বোঝেন, ট্রলির হাতল ধরা আর পার্টির ঝান্ডা ধরা যে এক জিনিস নয়, এই ভাবনায় অপরিচিত এক ব্যক্তিকে সিনে ফেডারেশনের সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার পদে ভরসা করা উচিত কি ?'
অনেকেই ঋদ্ধির এই কথায় সমর্থন করেছেন এবং অবশ্যই শেয়ার করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বিশ্বাস ভাইদের অবিশ্বাস করলে এই রাজ্যে ছবি করা যাবে কি? আট দিন ধরে যেগুলো হল সেগুলো তো সব নাটক। সব গট আপ। আট বছর ধরে রাজ্যে নিয়োগ নেই সেটা নিয়ে কোন উদ্যোগ ও নেই। আসলে কেউ ডিপ্রেসনে যাইনি, কোমায় তো যায়নি বলেই হয়তো।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এভাবে বললে তো বাংলায় কোনো কাজই পাবে না তুমি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বলেছেন তো ঠিকই, তবে সবাই মিলে আপনারা এই প্রশ্ন তোলেন না কেন? আপনি সাহস করে লিখেছেন। কিন্তু বড়রা? সবাই সব দেখে, বুঝে, শুনেও চুপ কেন? কেন, তা আপনিও জানেন সবাই জানে।'
আরও পড়ুন: ছবির যুবকটি কিন্তু বর্তমানে টলিউডের খ্যাতনামা অভিনেতা, আবার গায়কও বটে, চিনতে পারছেন?
প্রসঙ্গত এই বিষয়ে প্রথম কিছুদিন আগে এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিযোগ করেন যে ভিতর ভিতর টাকার লেনদেনের বিনিময়ে ডিরেক্টরস গিল্ডের সদস্যপদের কার্ড দেওয়া হয়। পরীক্ষা নিয়ে যোগ্যদের সেই কার্ড দেওয়া হয় না। তারপর অনেকেই সরব হয়েছে এই বিষয় নিয়ে।