শুরু হয়েছে জি বাংলার নতুন শো রন্ধনে বন্ধন। এই চ্যানেলের বিখ্যাত রান্নার শো সুদীপার রান্নাঘর শেষ হওয়ার দুই বছর পর ফের নতুন একটি রিয়েলিটি শো শুরু হল। আর সেখানেই সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তীকে। এখানেই তাঁরা দুজনে জানান তাঁদের প্রথম রান্না করার অভিজ্ঞতা।
রন্ধনে বন্ধনে এসে কী জানালেন ঋদ্ধিমা?
এদিন জি বাংলার তরফে একটি ক্লিপ পোস্ট করা হয়েছে এই শোয়ের। সেখানেই ঋদ্ধিমাকে বলতে শোনা যাচ্ছে, 'প্রথমবার মাছ ভাজতে গিয়ে খুব ভয় পেয়েছিলাম। আমি গরম তেলে খুব ভয় পাই। তো প্রথমবার মাছ ভাজতে গিয়ে গৌরবকে বলেছিলাম একটু দাঁড়িও যদি পুড়ে যাই...'
আরও পড়ুন: তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ বছর দেড়েক আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের
তারপর তিনি সেই ঘটনার কথা আরও ব্যাখ্যা করে বলেন, 'কড়াই বসালাম। তেল গরম হল। নুন হলুদ মাখিয়ে মাছ ম্যারিনেট করে রেখেছি। কিন্তু যখন ভাজতে যাই রীতিমত মাছের পিস নিয়ে কড়াইতে ছুঁড়ে মেরেছিলাম। আর তাতে তেল আরও বেশি ছিটকে এসেছিল।'
স্ত্রীর এই কথা শুনে হেসে ফেলেন গৌরব। তিনি বলেন, 'সে দেখার মতো দৃশ্য। ও পারলে একটা লাঠি দিয়ে আর কী মাছ ওল্টায়...' তাঁদের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন 'প্রথম মাছ ভাজা- একটা সবথেকে বড় ডান্ডিওয়ালা হাতার আগায় মাছ নিয়ে কোনও মতে কড়াইতে দিয়েই ছুট্টে রান্নাঘর থেকে পালিয়েছি।' আরেকজন লেখেন, 'আমিই কি প্রথম যে কখনই রান্না করতে ভয় পায়নি।'
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সা রে গা মা পা?
রন্ধনে বন্ধন প্রসঙ্গে
রন্ধনে বন্ধন শোটি জি বাংলার নতুন রান্নার শো। এটা রোজ বিকেলে সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হবে এই চ্যানেলে।