বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhima Ghosh's birthday: ‘আমার পছন্দের ভ্রমণসঙ্গী…’ ঋদ্ধিমার জন্মদিনে আদুরে বার্তায় কী লিখলেন গৌরব?

Riddhima Ghosh's birthday: ‘আমার পছন্দের ভ্রমণসঙ্গী…’ ঋদ্ধিমার জন্মদিনে আদুরে বার্তায় কী লিখলেন গৌরব?

ঋদ্ধিমাকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন গৌরব

Riddhima Ghosh's birthday: ১৮ জানুয়ারি ৩৪ বছরে পা রাখলেন ঋদ্ধিমা ঘোষ। এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন গৌরব। স্ত্রীর জন্মদিনে তাঁর উদ্দেশে কী বার্তা দিলেন গৌরব?

ঋদ্ধিমা ঘোষের আজ জন্মদিন। ১৮ জানুয়ারি অভিনেত্রী ৩৪ বছরে পা দিলেন। তাঁর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুললেন তাঁর বেটার হাফ, গৌরব চক্রবর্তী। অভিনেতা স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্ট করেন তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়ে।

গৌরব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এদিন তাঁর এবং ঋদ্ধিমার দুটি ছবি পোস্ট করেন। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'আরও সুন্দর সুন্দর সমুদ্রতট আসুক জীবনে। সব স্বপ্ন সত্যি হোক তোমার। আমার সব থেকে পছন্দের ভ্রমণ সঙ্গী, আমার প্রেম, শুভ জন্মদিন ঋদ্ধিমা।' তিনি তাঁর পোস্টে বার্থডে গার্লকে ট্যাগ করেছেন। উল্লেখ করেছেন লোকেশনও।

অভিনেতা যে ছবিগুলো পোস্ট করেছেন এদিন সেগুলো তাঁদের গোয়া হলিডের! গোয়ার অঞ্জুনা সমুদ্রতটে বসে তোলা ছবি দুটো। গৌরবের পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি সবুজ এবং পার্পল রঙের শার্ট এবং বেইজ রঙের একটি শর্টস পরে বসে আছেন। তাঁর পায়ে হেলান দিয়ে বসে রয়েছেন ঋদ্ধিমা। তাঁর পরনে লাল রঙের ফ্লোরাল প্রিন্টের একটি গাউন। তাঁদের ব্যাকড্রপে সমুদ্র দেখা যাচ্ছে। আরেকটি ছবি তাঁরা সূর্যাস্তর সময় তুলেছিলেন।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই টলিপাড়ার জনপ্রিয় দম্পতি। তার আগে অবশ্য তাঁদের সাত বছরের সম্পর্ক ছিল। সাত বছর প্রেম করা পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এখন যখন আকছার বিয়ে ভাঙতে, ডিভোর্সের খবর শোনা যায়। সেখানে সম্পর্কের ১১ বছর পরেও জমিয়ে রোম্যান্স করছেন তাঁরা। দেদার ঘুরে বেড়ান দেশ, বিদেশে।

২০০৯ সালে বউ কথা কও ধারাবাহিকের মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন ঋদ্ধিমা। এরপর তাঁকে একাধিক ধারাবাহিক এবং সিনেমায় দেখা গিয়েছে। ব্যোমকেশ সিরিজে সত্যবতীর চরিত্রে তিনি নজর কেড়েছেন তি। মহানায়ক সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। দ্বিতীয় পুরুষ, ফেক বুক, রঙমিলান্তি ইত্যাদি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।

বন্ধ করুন