বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে সারা নয়, বরং অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতকেই মন দিয়েছেন শুভমন গিল। দুজনের প্রেম জমে নাকি ক্ষীর! এমনকি তাঁরা নাকি শীঘ্রই বিয়েও করতে চলেছেন। এবার এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন যা যা রটেছে পুরোটাই গুজব।
শুভমনকে নিয়ে কী জানালেন ঋদ্ধিমা?
ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋদ্ধিমা জানিয়েছেন 'প্রথমত আমি ওকে চিনি না। কিন্তু আমি মনে করি ও একজন স্পোর্টস ব্যক্তিত্ব হিসেবে ভীষণ ভালো। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ওকে চিনি না।' একই সঙ্গে ঋদ্ধিমা জানিয়েছেন যদি কখনও তাঁদের সত্যিই মোলাকাত হয় তখন যেন আলোচনা বা চর্চা হয়।
তবে ঋদ্ধিমা এটুকু নিশ্চিত করেছেন যে তাঁর শুভমনকে ভালো লাগে। তাঁর কথায়, 'ও ভীষণ ভীষণ মিষ্টি।'
কিছুদিন আগে তিনি এই বিষয়ে জানিয়েছিলেন, 'আমি এটা নিয়ে রিঅ্যাক্ট কেন করব? যেটা সত্যি সেটা তো আমি জানি। আমি এসব গুজবকে বেশি পাত্তা দিতে চাইছি না কারণ সেটা বোকামো হবে। যদি আমার এটা করতেই হতো আমি বিগ বসেই সেটা করতাম। নিজের নাম কারও সঙ্গে জুড়ে পাবসিলিটি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেটা করিনি।' বহু হামারি রজনীকান্ত ধারাবাহিকের মাধ্যমে ২০১৬ সালে বলিউডে পা রেখেছেন ঋদ্ধিমা পণ্ডিত। তিনি তাঁর প্রোফেশনাল সুনামকে বেশি প্রাধান্য দেন পাবলিসিটি স্টান্টের থেকে। তিনি জানিয়েছেন 'আমি আজ যেখানে পৌঁছেছি সেটার জন্য আমায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমি চাই লোকজন আমায় আমার কাজের জন্য জানুক, আমার সম্পর্কের জন্য নয়।' একই সঙ্গে তিনি জানিয়েছেন আজকাল মিথ্যে কথা রটানো খুব সহজ। তাই সহজেই তাঁর নামের সঙ্গে এভাবে শুভমন গিলের নাম জুড়ে দেওয়া গিয়েছে।
প্রসঙ্গত শুভমন গিলের সঙ্গে একাধিক অভিনেত্রী বা মহিলার নাম জড়িয়েছে ইতিমধ্যে। কখনও সারা আলি খান, কখনও সারা তেন্ডুলকর. কখনও অভনীত কৌরের সঙ্গে নাম শোনা গিয়েছে তাঁর।