সম্প্রতি গুজব রটে যায় যে সারা তেন্ডুলকর নন, বরং ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। তবে সবটা যে কেবলই গুজব সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ঋদ্ধিমা। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন তিনি শুভমন গিলকে চেনেনই না। তাহলে কি সবটাই PR স্টান্ট ছিল? কী জানালেন ঋদ্ধিমা?
শুভমন গিলের সঙ্গে প্রেমের গুজব কি পাবলিসিটির জন্য করা? কী বললেন ঋদ্ধিমা?
ঋদ্ধিমা এই বিষয়ে সম্প্রতি জানিয়েছেন এটা মোটেই কোনও পাবলিসিটি স্টান্ট নয়। একই সঙ্গে এই বিষয়ে জানান, 'আমি এটা নিয়ে রিঅ্যাক্ট কেন করব? যেটা সত্যি সেটা তো আমি জানি। আমি এসব গুজবকে বেশি পাত্তা দিতে চাইছি না কারণ সেটা বোকামো হবে। যদি আমার এটা করতেই হতো আমি বিগ বসেই সেটা করতাম। নিজের নাম কারও সঙ্গে জুড়ে পাবসিলিটি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেটা করিনি।'
বহু হামারি রজনীকান্ত ধারাবাহিকের মাধ্যমে ২০১৬ সালে বলিউডে পা রেখেছেন ঋদ্ধিমা পণ্ডিত। তিনি তাঁর প্রোফেশনাল সুনামকে বেশি প্রাধান্য দেন পাবলিসিটি স্টান্টের থেকে। তিনি জানিয়েছেন 'আমি আজ যেখানে পৌঁছেছি সেটার জন্য আমায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমি চাই লোকজন আমায় আমার কাজের জন্য জানুক, আমার সম্পর্কের জন্য নয়।' একই সঙ্গে তিনি জানিয়েছেন আজকাল মিথ্যে কথা রটানো খুব সহজ। তাই সহজেই তাঁর নামের সঙ্গে এভাবে শুভমন গিলের নাম জুড়ে দেওয়া গিয়েছে।
প্রসঙ্গত শুভমন গিলের সঙ্গে একাধিক অভিনেত্রী বা মহিলার নাম জড়িয়েছে ইতিমধ্যে। কখনও সারা আলি খান, কখনও সারা তেন্ডুলকর. কখনও অভনীত কৌরের সঙ্গে নাম শোনা গিয়েছে তাঁর।