তিনি এখন বছরের পর বছর ধরে লাইমলাইটের বাইরে রয়েছেন, তবে একটি এলোমেলো রেডিট পোস্ট রিমি সেনকে সবার নজরে ফিরিয়ে এনেছে। তাঁর সর্বশেষ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে তিনি পুরো একদিনের জন্য ট্রেন্ডিং ছিলেন। তাঁর পরিবর্তিত চেহারা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করায় যে তিনি প্লাস্টিক সার্জারী করিয়েছেন।
এইচটি সিটি তাঁর কাছে পৌঁছলে তিনি হেসে বলেন, "আগর লোগোঁ কো অ্যায়সা লাগ রহা হ্যায় কি ম্যায়নে প্লাস্টিক সার্জারি করভাই হ্যায়... ( লোকে মনে করছে আমি প্লাস্টিক সার্জারী করিয়েছি) যদি ভালো হয়, তাহলে আমার জন্য খুব ভালো। প্লাস্টিক সার্জারি করলে বিনা হি লোগ বোল রহে হ্যায়। ( প্লাস্টিক সার্জারী না করিয়েও লোকে এটা নিয়ে বলছে), আমি শুধু ফিলার, বোটক্স, পিআরপি ট্রিটমেন্ট করেছি, আর কিছু করিনি।'
আরও পড়ুন: (রাহুল মোদীকে আনফলো, ‘স্ত্রী ২’ মুক্তির আগেই প্রেম ভেঙে গেল শ্রদ্ধা কাপুরের?)
'ধুম', 'গোলমাল-ফান আনলিমিটেড', 'জনি গাদ্দার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেতা। তিনি আরও বলেন, 'কোনও অপরাধ করার পরে কেউ পালিয়ে না গেলে প্লাস্টিক সার্জারি করানোর দরকার নেই! ভারতের বাইরে অনেক ভালো ডাক্তার আছেন, যাঁরা ফেসলিফ্টে খুব পারদর্শী। আমিও এটা করতে চাই, তবে ৫০ বছর বয়স পার হওয়ার পর আমি এটা নিয়ে ভাববো। অভি ইন সব সে কাম চল রহা হ্যায়।(এখন এই দিয়ে কাজ চলে যাচ্ছে)।
রিমি আরও বলেন যে বর্তমানে তাঁর কাছে দু'জন ডাক্তার রয়েছেন যার সঙ্গে তিনি পরামর্শ করেন এবং তাঁদের কাছ থেকে চিকিত্সা করান, ‘তাঁরা আমাকে ভালো দেখতে অনেক সহায়তা করে। শায়াদ লোগোঁ কো মেরি লেটেস্ট পিকচার মে আচ্ছা লাগ রাহা হোগা মেরা। এই জিনিসগুলি ব্যবহার করে এবং শৃঙ্খলা বজায় রেখে যে কেউ ভালো দেখতে পারে। কিন্তু আমি যা খারাপ করেছি তা যদি আপনি বলেন তবে আমাকে বলুন আমি কীভাবে এটি সংশোধন করতে পারি, যাতে আমি আমার ডাক্তারদের বলতে পারি যে তারা কোথায় ভুল করছে। আমি বলতে পারি এটাকে ঠিক করে দাও।’
আরও পড়ুন: (দেবযানীকে নাম না করে আক্রমণ! ধর্মাচরণ ও মানসিক অসুস্থতা নিয়ে ফের কী লিখলেন ঋষি কৌশিক?)
রিমি সেনের ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?
রিমি সেনের নতুন লুকের ছবি দেখে হতবাক নেটপাড়া। তাঁদের অনেকেরই দাবি অভিনেত্রী নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'হে ঈশ্বর! আমি তো রীতিমত শকড! প্লাস্টিক সার্জারি করিয়ে কী বীভৎস দেখতে হয়েছে রিমি সেনকে! কয়েক মাস আগেও ওর ছবিগুলো তাও পদের ছিল। কিন্তু এখন ওকে দেখলে চেনা যায় না।' আরেকজন লেখেন, 'বড়লোকরা এভাবেই নিজের সমস্যা নিজেরাই তৈরি করেন। ভালো সুন্দর মুখটা পুরো নষ্ট করে দিল! ও তো এখন কাজও করে না ছবিতে। তাও কিসের চাপে এমন করল?'
কেউ কেউ তো আবার রিমি সেনের সঙ্গে অন্যান্য অভিনেত্রীদের মিল পেয়েছেন। কেউ লেখেন তাঁকে বাকি শেফালি জারিওয়ালার মতো দেখতে লাগছে। কেউ আবার বলেন তাঁকে নাকি নিক্কি তাম্বলির মতো দেখতে। আরেক ব্যক্তি লেখেন, 'ওকে তো পুরো কাঁটা লাগা গানটির মেয়েটির মতো দেখতে লাগছে।'