না, তিনি পুরোপুরি ‘সিঙ্গল’। কনের সাজে ছবি পোস্ট করে সকলকে ‘এপ্রিল ফুল’ করলেন রিমঝিম।
1/5মাথা ভর্তি সিঁদুর, গায়ে টুকটুকে লাল বেনারসি। কনের সাজে ছবি পোস্ট করে শনিবার সকালে অভিনেত্রী রিমঝিম মিত্র জানান, ‘বিয়ে সেরে ফেললাম’। নতুন জীবন শুরু করছেন, সেকথাও জানান অভিনেত্রী। তবে হঠাৎ করে কার সঙ্গে বিয়ে সারলেন রিমঝিম? তাও আবার ভরা চৈত্রে!
2/5কার সঙ্গেই বা সাত পাক ঘুরলেন রিমঝিল, সত্যি কি বিয়েটা হল নাকি পুরোটাই এপ্রিল ফুল ডে-তে নায়িকার কারসাজি? খোঁজ নিতেই সামনে এল সত্যিটা! ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল।
3/5রিমঝিম মিত্র জানালেন, ‘আমি একেবারে সিঙ্গল জ্বলজ্বল করছি। সবাই এপ্রিল ফুল হয়েছে’। হ্যাঁ, পয়লা এপ্রিল সকলকে এপ্রিল ফুল করতে এমন পন্থা নিয়েছিলেন রিমঝিম। তাঁর ‘ঢপ’ যে অনেকেই বিশ্বাস করে নিয়েছেন তা রিমঝিমের পোস্টের কমেন্ট বক্সেই স্পষ্ট। (ছবি সৌজন্যে - ফেসবুক)
4/5দু-বছর আগের একটি শ্যুটিং-এর ছবি দিয়ে এদিন সকলকে বোকা বানালেন রিমঝিম। কিন্তু এতো গেল এপ্রিল ফুল প্র্যাঙ্ক, বাস্তবে কবে বিয়ে করছেন রিমঝিম? অভিনেত্রী বললেন, ‘এখনই নয়। তবে মনের মতো কাউকে পেলে করতেও পারি।’
5/5দীর্ঘ সাত-আট বছর ধরে একটি সম্পর্কে ছিলেন রিমঝিম। সেটি ভেঙে যাওয়ার পর এখন সিঙ্গল অভিনেত্রী। কেন ভাঙল সেই সম্পর্ক? অভিনেত্রীর প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল, তাই টেকেনি প্রেম। (ছবি-ফেসবুক)