গড়পড়তা বাঙালির মতো দেখতে নয় তাঁকে, বহুবার এই কথা শুনতে হয়েছে ঋষভ বসুকে। ‘ভটভটি’, ‘শ্রীকান্ত’, ‘মহাভারত মার্ডাস’-এর মতো বেশকিছু উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। ছোটপর্দাতেও দর্শক দেখেছে তাঁকে। বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ঋষভ।
এখন বাংলায় যেমন দক্ষিণী ছবির রমরমা, তেমনই সেইখানকার ইন্ডাস্ট্রিতেও ভিড় বাড়ছে গঙ্গাপাড়ের অভিনেতাদের। যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত নায়কদের পাশাপাশি নতুনরাও দক্ষিণমুখী। তেলুগু ছবিতে কাজ করলেন ঋষভ।
পরিচালক ওশো তুলসীরামের ‘দক্ষিণা’ ছবিতে ঋষভের হাতে খুন একের পর এক নারী। ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে ঋষভকে, তাঁর সঙ্গে থাকছেন সাই ধনসিকা। ছবির ট্রেলার রীতিমতো শিহরণ জাগালো। শুধু রক্তে রাঙা হাত নয়, এই ছবির ট্রেলারে রীতিমতো নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা গেল ঋষভকে। শরীরে নেই সুতোর লেশমাত্র, নগ্ন অবস্থায় দিকবিদিক শূন্য হয়ে টলমল পায়ে হাঁটছেন ঋষভ।
‘মহাভারত মার্ডারস’-এ ভিকির চরিত্রে ঋষভকে দেখেই পরিচালক নিজের ছবির জন্য কাস্ট করেন তাঁকে। ধসূর চরিত্রে বহুবার দেখা মিলেছে। তবে টাইপ কাস্টিং নিয়ে ভাবিত নন অভিনেতা। ঋষভের কথায়, ‘আমরা সব মানুষ কিন্তু দিনের শেষে সাদা-কালো থেকে ধূসর হয়ে যাই। এটা আমার বিশ্বাস। ফলে, এই ধরনের চরিত্রে সুযোগ পেলে আমিও সেটা উপভোগ করি।’ এই ছবিতে নগ্নতাটা মূলত প্রযুক্তির সাহায্যে দেখানো হয়েছে। তাই বিশেষ অস্বস্তিতে ভোগেননি নায়ক, তবে চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতা নিয়ে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই।
'প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা' থেকে শুরু করে ‘ভটভটি’, টলিউড মিষ্টি হিরোর চরিত্রেও পেয়েছে ঋষভকে। ‘দক্ষিণা’র ঝলকেই স্পষ্ট এটা সাইকোলজিক্যাল থ্রিলার। এখন চারিদিকে দক্ষিণী ছবির গুণগান। বাঙালি অভিনেতাদের নাকি দারুণ কদল সাউথে। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণীর সাফল্যের চাবিকাঠি নিয়ে কথা বলতে গিয়ে ঋষভ বলেন, ‘ওরা ওদের সংস্কৃতি ভোলেনি। শিকড় ভোলেনি। তাই ওদের ছবিতে ধুলোমাটির গন্ধ বেশি। বাংলা ছবিকে ৫০০ কোটি টাকার বাণিজ্য করতে হলে সবার আগে মাটির কাছাকাছি ফিরতে হবে।
দক্ষিণী পা বাড়ালেও টলিউডকেও ভোলেননি ঋষভ। সামনেই মুক্তি পাবে ঋষভের নতুন বাংলা ছবি 'তাহাদের কথা'। পরিচালক সুব্রত ঘোষের এই ছবিতে মুখ্য চরিত্রে ঋষভ বসু ছাড়াও রয়েছেন তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি প্রমুখ।