মুম্বই পুলিশের আবেদন মেনেই ঋষি কাপুরের মরদেহ নিয়ে যাওয়া হল না বাড়িতে। হাসপাতাল থেকে সোজা ঋষি কাপুরের দেহ পৌঁছায় মুম্বইয়ের কালবাদেবীর চন্দনওয়াড়ি শ্মশানে। লকডাউন পরিস্থিতির জন্যই কাপুর পরিবারের কাছে এই আর্জি জানানো হয়েছিল,তাঁরা সেই আবেদন মেনে নিয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে দেখে বার করে নিয়ে যাওয়া হল ঋষি কাপুরের দেহ।
মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮.৪৫-এ মৃত্যু হল এই প্রবাদপ্রতিম বলিউড তারকার। ঋষি কাপুরের মৃত্যুতে কাপুর পরিবারের তরফে জারি হয়েছে শোকবার্তা। সেখানে উল্লেখ করা হয়- 'আমাদের প্রিয় ঋষি কাপুর আজ সকাল ৮.৪৫ মিনিটে খুব শান্তিতে চলে গেল। লিউকিমিয়া'র সঙ্গে জারি দু'বছরের যুদ্ধ শেষ। চিকিত্সক আর হাসপাতালের কর্মীরা জানিয়েছে শেষ মূহূর্ত অবধি তাঁদের মনোরঞ্জনের দায়ভার ও নিয়ে রেখেছিল।
ঋষি কাপুরের শেষকৃত্যে অংশ নিতে দিল্লি পুলিশের বিশেষ অনুমতি নিয়ে চাটার্ড প্লেনে মুম্বই আসছেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি। ইতিমধ্যেই শ্মশানে পৌঁছে গিয়েছেন রণবীর, আলিয়া, সইফ, করিনা, অভিষেকরা।