চারিদিকে এখন যেন ডিভোর্সের ট্রেন্ড চলছে। বলিউড হোক বা টলিউড এমনকি স্পোর্টসের দুনিয়া সব জায়গা থেকেই বিবাহ বিচ্ছেদের খবর আসছে অহরহ। সম্প্রতি টলি পাড়া যিশু নীলাঞ্জনা থেকে শুরু করে অর্জুন শ্রীজার বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম হয়ে উঠেছিল। আর এসবের মধ্যেই ঋষি কৌশিক এমন একটি পোস্ট করলেন যা দেখে ভ্রু কুঁচকেছে অনেকেরই।
কী লিখেছেন ঋষি কৌশিক?
ঋষি কৌশিক এদিন ফেসবুকের পাতায় তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।' আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। তবে কি অভিনেতারও বিবাহ বিচ্ছেদ হতে চলেছে?
না না, তেমন কিছুই নয়। ঋষি মাঝে মধ্যেই এমন নানা লেখা লিখে থাকেন এটাও তেমনই। তাঁর পোস্টে তাঁর এবং তাঁর স্ত্রী দেবযানীর ছবির জ্বলজ্বল করছে। তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন অভিনেতা। সেগুলো সবই বর্তমানে ফেসবুকের পাতায় দেখা যাচ্ছে।
প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টি কুটুম সহ, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। আর প্রতিটি মেগাই দারুণ জনপ্রিয় হয়েছিল। বর্তমানে তাঁকে মূলত ছবি এবং সিরিজেই দেখা যায়।