কিছুদিন আগেই একটি রহস্যজনক থুড়ি ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন ঋষি কৌশিক। দিন কাটতে না কাটতেই এবার সত্য ঘটনা প্রকাশ্যে আনলেন। জানা গেল সেই পোস্টের কারণও। যদিও স্পষ্ট করে তিনি কিছুই জানাননি। বরং গল্পের ছলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সবটা।
কী জানালেন ঋষি কৌশিক?
ঋষি কৌশিক এদিন একটি ভিডিয়ো পোস্ট করে জানান তিনি একটি গল্প বলবেন। কিন্তু সেই গল্প শুনলে যে কেউ বুঝতে পারবেন সেটা আসলে তাঁরই জীবনে গল্প। সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসে। তাঁদের বিয়েও হয়। মেয়েটি কথা দেয় যে সে পাল্টে যাবে। কিন্তু না, সে আরও উশৃঙ্খল হয়ে ওঠে বলেই ঋষি জানান।
ঋষি এও জানান দীর্ঘ ১২ বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে সবটা সহ্য করে এসেছে কিন্তু আর পারছে না। তার স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী হয়ে গিয়েছে। এই অবস্থায় ছেলেটির কী করা উচিত বলে জানতে চেয়েছেন ঋষি।
ইষ্টি কুটুম খ্যাত অভিনেতার এই পোস্টে অনেকেই আন্দাজ করেছেন যে এটা তাঁর জীবনের ঘটনা। অনেকেই বুদ্ধি দিয়েছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত।
কিছুদিন আগেই ঋষি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।' আর এই পোস্ট দেখে প্রথম হিন্দুস্তান টাইমস বাংলার তরফে জানানো হয় যে এই বিচ্ছেদের মরশুমে কি তবে আরও এক তারকার সম্পর্ক ভাঙতে চলেছে? এবার অনুমান করা হচ্ছে যে সেই কথাই সত্যি হতে বসেছে।
কে কী বলেছেন?
এক ব্যক্তি এই পোস্ট শেয়ার করলে অভিনেতা জিতু কমল যাঁর নিজেরও বছর খানেক আগে বিচ্ছেদ হয়েছে তিনি তাতে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: পর্দায় চুমু খেলেই স্ত্রীকে একটি বিশেষ উপহার দিতেন ইমরান! কী সেটা? কেন বন্ধ করলেন সেই প্রথা?
আরও পড়ুন: বরাবরের মতো দীপাবলিতেই আসছে সিংঘম এগেন? আভাস দিয়ে কী জানালেন রোহিত?
প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টি কুটুম সহ, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। আর প্রতিটি মেগাই দারুণ জনপ্রিয় হয়েছিল। বর্তমানে তাঁকে মূলত ছবি এবং সিরিজেই দেখা যায়।