বাংলা নিউজ > বায়োস্কোপ > Rishi Kaushik: ‘যদি খারাপ মানুষের শরীর-মন থেকে দুর্গন্ধ ছড়াত…’, দেবযানীর প্রতিই কি ফের অভিযোগ ঋষি কৌশিকের?

Rishi Kaushik: ‘যদি খারাপ মানুষের শরীর-মন থেকে দুর্গন্ধ ছড়াত…’, দেবযানীর প্রতিই কি ফের অভিযোগ ঋষি কৌশিকের?

দেবযানীর নাম না নিলেও, ফের বিস্ফোরক ঋষি কৌশিক।

ঋষি কৌশিকের ভিতরে পুষে রাখা রাগ যেন কোনও বাধা মানছে না। অন্তত তাঁর অনুরাগীরা তো তেমনটাই মনে করছেন। স্ত্রী দেবযানীর সঙ্গে ডিভোর্সচর্চার মাঝে, ফের বিস্ফোরক ঋষি কৌশিক। 

কদিন আগেই ফেসবুকে একটি ইঙ্গিতবাহী পোস্টে ‘একা থাকা সম্মানের’ লিখে ডিভোর্সের জল্পনার আগুনে ঘি দিয়েছিলেন। তার কয়েকদিন পর তো সরাসরি ভিডিয়ো করে, অভিযোগের ঝুলি খুলে বসেন। যদিও সবটাই গল্পের ছলে। যদিও সেই গল্পটা যে তাঁর ও তাঁর স্ত্রীয়ের বুঝতে কারও সমস্যা হয়নি। তবে এখানেই থেমে থাকলেন না তিনি। শুক্রবার রাতে বোমা ফাটালেন আরও একবার।

‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত, তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধে থাকতেই পারত না।’ এই ক্যাপশনের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেন তিনি। লাল পাটির দেশ, পিছনে টিলা। প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অভূতপূর্ব। তবে এই ছবিতে ঋষির দিকে কজনের মন গেল, তা হয়তো হাতে গুণে বলা যাবে। বরং চর্চায় শুধুই তাঁর ক্যাপশনে লেখা কথাগুলো।

কদিন আগে এক ফেসবুক ভিডিয়োর মাধ্যমে স্ত্রী (নিজের না অন্যের তা বলেননি যদিও)-র সম্পর্কে তাঁর অভিযোগ ছিল, ‘আচ্ছা পৃথিবীর যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা কি শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হতে পারে না? একটা গল্প বলি। একটা ছেলে আর মেয়ের আলাপ হয়। ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে এই মেয়েটা তার সাধাসিধে জীবনযাপনে খাপ খাওয়াতে পারবে না। মেয়েটির চালচলন উগ্রচণ্ডী, বেপরোয়া। ছেলেটি বারবার ব্রেকআপ করার চেষ্টা করে, মেয়েটি রাজি হয় না, নিজেকে বদলানোর ব্যর্থ প্রতিশ্রুতি দিতে থাকে। এবার এটার পিছনে অন্য স্বার্থ ছিল, যা ছেলেটি বুঝতে পারেনি।’

‘বিয়ের পর দেখা যায়, মেয়েটি তো বদলালোই না, বরং আরও নিজেকে উগ্র করতে থাকল। শুধু তাই নয়, ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র (ঋষি কৌশিক অভিনেতা, তাঁর বউ দেবযানী ইঞ্জিনিয়র) তো আলাদা, এবার মেয়েটি ছেলের কর্মক্ষেত্রে টুকটাক কাজ করতে থাকল। ছেলেটিও সাপোর্ট করল। একটা মেয়ে একা হাতে দু দিক সামলালে তো ভালো কথা। বিয়ের পর থেকে অশান্তি বাড়তে থাকে। কথায় কথায় মেয়েটি গলা তুলে কথা বলে। ছেলেটি তাও সহ্য করল। কোনও মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরাই বিয়ে করার পর, সহজে ডিভোর্সের পথে হাঁটতে চায় না। তাই ছেলেটিও ক্রমাগত চেষ্টা করে যায়।’

‘বছরে দু-তিন দিন শাড়ি পরে নাটক করা, তারপর অফিসের শেষে সিগারেট খাওয়া, পুরুষ বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পার্টি করা, এগুলোই কি উন্নত মানসিকতার পরিচয়? ছেলেটির খবর কিন্তু কখনও নেয়নি, খবরদারি করে গেছে। কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কোথায় যাচ্ছে, সব জানা চাই। এদিকে ছেলেটি মেয়েটির জীবনে কখনও এমন করেনি। এভাবেই ১২টা (ঋষি-দেবযানীর বিয়ের বয়সও কিন্তু ১২) বছর কেটে যায়। সে যখন আর পারছে না, সে মেয়েটিকে বোঝায়। এভাবে আর সম্ভব না। দরকারে ছেলেটিকে নিজের জীবন শেষ করে দিতে হবে। এই কথা শোনার পরেও, মেয়েটি বলে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তাঁকে আর্থিক দায়িত্ব নিতে হবে। পরের ঘরে থেকে, পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার সঙ্গে নিজের লাক্সারি লাইফস্টাইল মেনটেইন করার মতো আনন্দ আর কীসে!’

‘মেয়েটি নিজেকে এমন সুগার কোট করে রেখেছে যে, তার মতো লক্ষ্মীমন্ত বউ আর হয় না। সত্যি আর হয় না, ওরকম দু মুখো সাপ। আর এদিকে ছেলেটির নামে অন্যের কাছে বলে রেখেছে, ছেলেটি মানসিক ভারসাম্য হীন হয়ে পড়েছে, ছেলেটিকে নাকি সেই কাজ এনে দেয়। এই নিয়ে কথা বলতে গেলেই, সাইবার ক্রাইম সহ নানা জিনিসের ভয় দেখায়।’

দেবযানী আর ঋষি কৌশিক নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছিলেন। পেশায় ইঞ্জিনিয়র দেবযানীর বাড়ি থেকে প্রথমে একদম রাজি ছিল না, অভিনেতা ছেলের সঙ্গে বিয়ে দিতে। তবে মেয়ের ভালোবাসার কাছে তাঁরা আর ঝামেলা করেননি। বিয়ের পর যে ভালোই জামাই আদর জুটত কপালে তা ঋষি নিজেও স্বীকার করেছেন। দেশ-বিদেশে ঘুরেছেন দুজনে। তাঁদের হাসিমুখের ছবি, নানা ধরনের খাবারের স্বাদ নেওয়ার ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্ন, ভালো থাকার যে ছবি তাঁরা তুলে ধরেছেন গোটা দুনিয়ার কাছে, সেসব কি তাহলে পুরোটাই মিথ্যে?

 

বায়োস্কোপ খবর

Latest News

লাল বলের ক্রিকেটে দায়িত্ব নিয়ে ওর কিছু পরিবর্তন করা উচিত… রোহিতকে পরামর্শ সৌরভের এই জন্য ক্রমাগত নীচের দিকে যাচ্ছি… পাকিস্তান ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিলেন ইনজামাম ‘আরও সাঁইবাড়ি…!’ কমরেডের পোস্ট দেখালেন কুণাল, ‘সিপিএমকে চিনে রাখুন’ আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ১৮ মার্চ ২০২৫র রাশিফল স্টল ভাগাভাগি নিয়ে এক বছর ধরে টানাপোড়েন, কলকাতার তিন ফুড স্ট্রিট চালু হবে কবে? ‘তোমায় ভালোবাসি মা…’, আবেগঘন চিঠি পাঠিয়েছে মেয়ে, কবে আসছে মানসীর ২য় সন্তান? ‘‌এক বছরে হুগলি জেলায় ৮০০ নাবালিকা নিখোঁজ’‌, তথ্য জাতীয় মহিলা কমিশনের সদস্যের অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ বিহারে ৫ SSB জওয়ানকে পণবন্দি, নির্মম অত্যাচার গ্রামবাসীদের, ঠিক কী ঘটেছে?

IPL 2025 News in Bangla

অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত RCB-র অনুশীলনে যোগ দিয়ে খোশমেজাজে কিং কোহলি,মাঠে নেমে শুরু করে দিলেন নাচ- ভিডিয়ো বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? ‘আমার কথা অমান্য করেছিল,ওকে বুঝতে হত…’ চোটে জর্জরিত উমরানকে নিয়ে কি বললেন স্টেইন ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত? ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী IPL-এ ১৮ কোটি পাচ্ছেন চাহাল! সত্যিই কি তিনি যোগ্য? নিজেই স্বীকার করলেন মনের কথা IPL-এ সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.