বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক। আর তার বেশিরভাগেই কোনও এক নারীর দিকে ছুঁড়ে দিয়েছেন নানা কটাক্ষ ভরা উক্তি। একবারও স্ত্রী দেবযানী চৌধুরীর নাম না নিয়ে, টলিউডের এই অভিনেতা বুঝিয়েছেন, বিবাহিত জীবনে চলছে সমস্যা।
সোমবার রাতে ফেসবুকে একটি সিঁথি সিঁদুরে রাঙানো মহিলার মাথার ছবি শেয়ার করেন তিনি। আর সঙ্গে লেখেন, ‘কে কীভাবে চলবে, এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়।কিন্তু একজন পুরুষ যদি তাঁর স্ত্রীকে সিঁদুর পরতে বলে, আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় যে, সে এখনো আধুনিক হতে শেখেনি, তাহলে আমাদের যে সকল মা এবং বোনেরা ভক্তিভরে সিঁদুর পরে তারা কি আধুনিক নয়?’
আরও পড়ুন: ‘শয়তানের লোভ, লালসা…’, ভাঙছে ১২ বছরের বিয়ে! ‘বেপরোয়া’ বউকে নিয়ে বোমা ঋষির?
ঋষি কৌশিকের এই পোস্টে রীতিমতো দু ভাগে বিভক্ত নেটপাড়া। একজন লেখেন, ‘আমিও আপনাকে আধুনিক মানসিকতার ভাবতাম। যেভাবে একের পর এক পোস্ট করছেন, তাতে আমি রীতিমতো বিষ্মিত।’ দ্বিতীয়জন লেখেন, ‘সিঁদুর পড়লেই বা পরতে বললেই গাঁইয়া হয়ে যায়, এটা যেমন ঠিক নয়, তেমন সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, এই কথা গুলো ও ঠিক নয়। তবে হ্যাঁ, একটু সিঁদুরের ছোঁয়ায় বিবাহিতা দের দেখতে ভালো লাগে। তোমাকে একটা কথা ই বলবো, এটা যদি ঘর ভাঙার কারণ হয়, তাহলে বলবো, তোমাদের মধ্যে কোনো দিন ই ভালোবাসা ছিলো না।’
আরও পড়ুন: দেবযানীকে নাম না করে আক্রমণ! ধর্মাচরণ ও মানসিক অসুস্থতা নিয়ে ফের কী লিখলেন ঋষি কৌশিক?
তৃতীয়জন লিখলেন, ‘আপনার এই পোস্টে বেশিরভাগ দ্বিমত পোষণ করবে জানি। কারণ, তাঁরাও শুধুমাত্র বিয়ের সময়ে সিঁদুর পড়েছিল। তারপর অত্যাধুনিক হওয়ার জন্য সিঁদুর পড়াটা তাদের কাছে গেঁয়ো ইত্যাদি ইত্যাদি। আমার ব্যক্তিগত মতামত, বিবাহিত মেয়েদের, বিশেষ করে বাঙালী নারীদের এক চিলতে সিঁদুরে সত্যি অন্যরকম সৌন্দর্য ফুটে উঠে মুখে। সিঁদুর পড়লেই কেউ গেঁয়ো হয়ে যায় না, আর সিঁদুর না পড়েই কেউ আধুনিক ও হয়ে যায় না।’
আপাতত নাম না করে, দেবযানীর উপরে একাধিক অভিযোগ এনেছেন ঋষি। যাতে রয়েছে অত্যাধিক মদ্যপান, ধূমপান। পুরুষ সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা, কাজের পর নিত্যদিন পার্টি, লোকের সামনে লক্ষ্মীমন্ত বউমা সেজে থাকা, কন্ট্রোল ফ্রিক, তাঁকে মানসিক অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা…এরকম কত কী!
আরও পড়ুন: 'অভিযোগ মিথ্যে, আমার ক্ষতি করাই ওর উদ্দেশ্য, আমি কোর্টে যাব', এবার বিস্ফোরক ঋষি পত্নী দেবযানী
১২ বছর আগে নিজে দেখেই বিয়ে করেন ঋষি কৌশিক আর দেবযানী। পেশায় ইঞ্জিনিয়র দেবযানী আর টলিউডের সুপারস্টার অভিনেতা ঋষির প্রেম কাহিনি প্রথমদিকে ছিল সিনেমার মতো। অন্তত বাইরের লোকের কাছে তাঁরা তেমনটাই দেখিয়েছিলেন। ঋষি কৌশিকের আনা নানা অভিযোগের পরও বেশ কিছুদিন চুপ ছিলেন দেবযানী। এরপর তিনি একটি বিবৃতি দিয়ে জানান, ব্যক্তিগত স্বার্থে তাঁর ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হচ্ছে। তিনি আইনি মতেই সব ব্যবস্থা নেবেন।