অ্যাপ ক্যাব বুক করে চরম ভোগান্তির শিকার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এক জনপ্রিয় অনলাইন পর্যটন সংস্থার ক্যাব বুক করেছিলেন তিনি। কার্যত সাতকালে হয়রানির শিকার হয়ে অভিনেত্রী পরামর্শ, বাইরে গেলে কেউ যেন এই সংস্থার ক্যাব বুক না করেন।
সোমবার সকাল ১১টা নাগাদ ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একটু বিরক্তির সুরে অভিনেত্রী লেখেন, ‘আউট স্টেশনের জন্য কখনই এই ক্যাব বুক করবেন না। আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরি করে গাড়ি আসে। শুধু তাই নয়, চালক নিজের অবস্থান সম্পর্কে ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। কারও সঙ্গে এমন যেন না হয়, সেই কারণেই এই পোস্টটা করেছি’।
অভিনেত্রীর আরও অভিযোগ, হেল্পলাইন নম্বরে ফোন করেও কোনও সাহায্য পাননি তিনি। ঋতাভরীর এই পোস্টে অনেক নেটিজেন কমেন্ট করেছেন। তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। নায়িকার অভিযোগের প্রেক্ষিতে অনলাইন পর্যটন সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মিলেছে কিনা তা এখনও জানা যায়নি।