'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর ব্যস্ত হাঁকডাক থেকে আপাতত দূরে তিনি। দেশ থেকেও।ব্রাসেলসের অলিগলিতে খোঁজ করলে দেখা মিলতে পারে তাঁর। কারণ আপাতত সেখানেই দিনযাপন করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়।
আপাতত বিদেশের ছুটি কাটাচ্ছেন তাঁরা। অবসর যাপনের কিছু মুহূর্ত ছবির আকারে নেটমাধ্যমে তুলে ধরেছেন 'ওগো বধূ সুন্দরী'র ললিতা। ব্যস্ত রাস্তার মাঝেই প্রেমে মজেছেন দু'জন। প্রেমিকার গালে ভালোবেসে চুমু এঁকে দিচ্ছেন তথাগত। ঋতাভরীর মুখে উজ্জ্বল হাসি। তাঁদের রসায়ন দেখে মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরাও। দু'জনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
ঋতাভরীর প্রেমিক তথাগত পেশায় মনোবিদ। তাঁর কাছে চিকিৎসা করতে গিয়েছিলেন ঋতাভরী। সেখান থেকেই আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।
গত বছর দীর্ঘ অসুস্থতায় ভুগেছিলেন ঋতাভরী। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ফলে কাজ করতে পারেননি বহু দিন। ভুগছিলেন মানসিক অবসাদে। তখন তথাগতই তাঁর পাশে ছিলেন। কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন ঋতাভরীকে। এই নির্ভরশীলতাই তৈরী করে সম্পর্কের ভিত।
শোনা গিয়েছে, সল্টলেকে একটি বাড়ি কিনেছেন তাঁরা। আপাতত সেটিকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। ভবিষ্যতে সেখানেই একসঙ্গে থাকবে ঋতাভরী এবং তথাগত।