বুধবার, ১৩ সেপ্টেম্বর শাহরুখ খান তাঁর ইনস্টাগ্রামে জওয়ান ছবিটির একটি নতুন প্রোমো পোস্ট করেছেন। এই প্রোমো ভিডিয়োতে মূলত জওয়ান ছবিতে শাহরুখ খানের যে দ্বৈত চরিত্র আছে সেটাকে স্পষ্ট করা হয়েছে। তবে জানেন কি এই সংলাপের সঙ্গে বাংলার একটা যোগ আছে? বলা ভালো টলিউডের অতি চেনা মুখ, ঋতাভরীর যোগ রয়েছে। হ্যাঁ, কিং খান যে সংলাপটি বলছেন এই প্রোমোতে সেটা খোদ ওগো বধূ সুন্দরী খ্যাত নায়িকা ঋতাভরী লিখেছেন।
কিন্তু অভিনেত্রী হয়েও ঋতাভরীর কাছে সংলাপ লেখার অফার এল কীভাবে? কীভাবেই বা এই ঘটনাটি ঘটল? আসলে জওয়ান ছবিটির সংলাপ লিখেছেন সুমির আরোরা। অর্থাৎ দ্য ফ্যামিলি ম্যান, গানস অ্যান্ড গুলাবস, ইত্যাদি সিরিজ এবং ছবির সংলাপ যিনি লিখেছেন সেই সুমিত আরোরা এই ছবির সংলাপ লিখেছেন। আর তাঁরই বন্ধু হলেন ঋতাভরী। তাঁরা একে অন্যকে বহুদিন ধরেই চেনেন। সেভাবেই আর কী এই ঘটনা ঘটেছিল।
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, 'অগস্টের শেষদিকে আমি যখন মুম্বইতে ছিলাম তখনকার ঘটনা এটা। সেদিন আমি সুমিতের সঙ্গেই ছিলাম, তখনই ওকে শাহরুখ খান ফোন করে এই প্রোমো ভিডিয়োর বিষয়ে বলেন। কিন্তু তখন সুমিতের এত চাপ ছিল যে ও আর নতুন করে কিছু লেখার মতো অবস্থায় ছিল না। এদিকে শাহরুখ খানকেও তো আর না করা যায় না। তখন আমিই ওকে সাহায্য করি এই লাইনগুলো লিখতে।' অভিনেত্রী আরও বলেন, 'এই ডায়লগগুলি শাহরুখ খানের ভীষণ পছন্দ হয়ে যায়। সুমিত পুরো ক্রেডিট নিতে চাইলেও আমি নিতে দিইনি। তখন আমিও শাহরুখের সঙ্গে কথা বলি। উনি জানান ওঁর আমার নামটা ভীষণ পছন্দ হয়েছে।'
আরও পড়ুন: 'বেটে কো হাত লাগানে সে পেহলে...' জওয়ানের সংলাপের অংশই ছিল না, তাহলে কেন যোগ করা হল?
আরও পড়ুন: জওয়ান দেখেই রেগে কাঁই, হল কর্তৃপক্ষের কাছে টিকিটের দাম ফেরানোর দাবি দর্শকদের, কিন্তু কেন?
এদিন অভিনেত্রী সেই প্রোমো শেয়ার করে লেখেন, 'আমি অত্যন্ত ধন্য এই লাইনগুলো আমার মস্তিষ্কপ্রসূত এবং শাহরুখ খানের জন্য লিখেছি আমার সবকিছুর পার্টনার সুমিতের সঙ্গে। আমি ওর জন্য গর্বিত। আমি আর ও মিলে মাত্র এক ঘণ্টায় এটা লিখেছি, তারপর সেটা শাহরুখ খানের গলায় শোনার অনুভূতি আলাদা। অনেক ধন্যবাদ সুমিত আমায় এই জওয়ান সুনামিতে সামিল করার জন্য। এখানে কাজ করতে দেওয়ার জন্য। সবার অবগতির জন্য জানাই, শাহরুখ খান মনে করেন সুমিতের থেকে ঋতাভরী নামটা বেশি সুন্দর। সাবকা বাপ নে বোল দিয়া।'
প্রসঙ্গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তাঁর বিপরীতে নয়নতারাকে দেখা যাচ্ছে। বিজয় সেতুপতি আছেন খলনায়কের ভূমিকায়। অ্যাটলি পরিচালিত এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ।