বড় পর্দা হোক বা ছোট পর্দা, সিরিজ সব ক্ষেত্রেই ঋতাভরী চক্রবর্তীর অবাধ বিচরণ। তবে কেবল টলিউড না ইতিমধ্যেই বি-টাশনেও একের পর এক কাজ করে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে নায়িকার ব্যক্তিগত জীবন অর্থাৎ তাঁর মা-বাবার বিচ্ছেদ নিয়ে চর্চার শেষ নেই। এবার তা নিয়েই মুখ খুললেন ঋতাভরী।
আরও পড়ুন: বৌদি ক্যাটরিনা অন্তঃসত্ত্বা! দাদা ভিকির হবু সন্তানকে নিয়ে কী বললেন কাকা সানি কৌশল
আরও পড়ুন: কাকা হলেন সলমন, ফের দ্বিতীয়বারে জন্য বাবা হলেন আরবাজ! শুরার কোলে ছেলে এল না মেয়ে?
আরও পড়ুন: যশ চোপড়ার এই ছবির তিন নায়ক-নায়িকা পর পর কয়েক বছরের মধ্যেই মারা যান! জানেন কোন সিনেমা?
স্টেট আপ উইথ শ্রীতে ঋতাভরীকে বলতে শোনা যায়, ‘যখন দাদু দিদার কাছে চলে এলাম, ওই বাড়িতে থাকতে শুরু করলাম আমার সমস্যা হয়নি। কারণ ওই বাড়িতে ছোটবেলায় ঘন ঘনওই আমরা যেতাম। তাই ওটা আমার কাছে খুব সাধারণ বিষয় ছিল। আমার অ্যাডজাস্ট করতে কোনও সমস্যা হয়নি, কেউ আমাকে শেখায়নি। মাকে হয়তো আমি কখনও হাউ হাউ করে কাঁদতে দেখিনি। মা লুকিয়ে গিয়েছে। তবে দুটো ঘরের বাড়ি, কতটা লুকিয়ে যেতে পারবে? যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে। তাই যখন চলে এসেছিলাম আমি আমার নাচের দিদিমণি তাঁর মেয়ে খেলা করছিলাম। তখন আমাকে কেউ একটা সহানুভূতি দেখাচ্ছিলেন। আমাকে বলছিলেন, ‘বাবার কথা মনে হচ্ছে না?’ আমি খেলতে খলতেই বললাম, ‘শোনো আমার মায়ের নামও শতরূপা স্যানাল, আমার বাবার নামও শতরূপা স্যানাল’।'
আরও পড়ুন: 'শেষ এক মাস ধরে অনেক গালি...', তবে কী আক্ষেপ নিয়ে ধারাবাহিক ছাড়লেন মৃত্যুঞ্জয়?
আরও পড়ুন: ধর্মা প্রোডাকশনের সেরা ১০টি ছবি কোনগুলি? তালিকায় পয়লা নম্বরে অক্ষয় কুমার
আরও পড়ুন: পাহাড় থেকেই বিজয়া সারলেন বিরসা, পুজোয় কোথায় হয়েছিলেন নিরুদ্দেশ?
তিনি আরও বলেন, এ যে অনেকে বলেন না তুমি তোমার বাবাকে অস্বীকার করছ? না আমি আমার মায়ের কষ্টটাকে অস্বীকার করছি। অস্বীকার মানে এটা নয় যে, মায়ের কষ্টটা কষ্ট নয় বলছি না। মাকে কেউ কষ্ট দেবে এবং তবুও তাঁকে আমাকে মাথায় করে রাখতে হবে তাঁকে আমি অস্বীকার করছি।
আরও পড়ুন: স্ত্রী পুত্রকে নিয়ে ইন্দোনেশিয়ায় সাফারি গৌরবের, আনন্দে আটখানা ছোট্ট খুদে
আরও পড়ুন: টাবুর সঙ্গে এক ফ্রেমে ঋতাভরী! একসঙ্গে কি কোনও নতুন কাজের ঘোষণা করলেন তাঁরা