মুম্বইতে আম্বানিদের বিয়ে ঘিরে এখন সাজো সাজো রব। অন্যদিকে টলিপাড়াতেও বিয়ের সানাই বাজল বলে। অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বেশকিছুদিন ধরেই। যদিও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সোহিনী-শোভন। তারই মাঝে কনের সাজে সেজে ছবি দিলেন ঋতাভরী চক্রবর্তী। আর সেটা নিয়েই এখন নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে।
বুধবার ক্রিশ্চান বধূর সাজে সেজে ছবি পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর পরনে সাদা গাউন, কান ও গলায় হিরের গয়না, মাথায় চূড়া আর হাতে ভুল। সাদা নেটের ওড়না দিয়ে মুখ ঢেকেছেন ঋতাভরী। ওড়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি। দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পোজ দিয়েছেন তিনি। এই ছবি দেখেই নেটপাড়া এক সুরে প্রশ্ন করে বসেছেন,'আরে বিয়েটা করেই ফেললেন নাকি?'
আরও পড়ুন-আম্বানিদের বিয়ে! মুম্বইয়ে হোটেলের ভাড়া প্রতি রাতে ১৩,০০০থেকে বেড়ে হল ৯১,০০০ টাকা
আজ্ঞে নাহ, ঋতাভরী বিয়ে করেননি। ছবিগুলি তাঁর কোনও এক ফটোশ্যুটের। সম্প্রতি পিত্তথলিতে পাথর জমার কারণে ঋতাভরীর অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি অস্ত্রোপচারের আগে ওটি রুম থেকে ঋতাভরীর সঙ্গে ছবি তুলে পোস্ট করেছিলেন এক নার্স। সেই ছবি ভাইরাল হয়।
ঋতাভরী নিজে অবশ্য নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কোনও পোস্ট করেননি। তবে বেসরকারি হাসপাতালের ওই নার্স সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ছোটবেলায় বাড়িতে টিভি ছিল না। অন্যের বাড়ি গিয়ে 'ওগো বধূ সুন্দরী' দেখতাম। ললিতা আর ঈশানের কেমিস্ট্রি দেখার জন্য। আজ সেই ঋতাভরীর চক্রবর্তীর ওটি-তে একমাত্র সিস্টার আমি। আমার সেই লেডি ক্রাশ আমার সামনে। আমার হাত ধরে। অজ্ঞান হওয়ার আগে থেকে জ্ঞান আসার পরে দেড় ঘণ্টা ওঁকে আমিই দেখেছি। ওঁকে দেখে যতটুকু বুঝেছি, ওঁর বিন্দুমাত্র সারল্যের অভাব নেই। এই সকালটা আমি কোনও দিন ভুলব না। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম। একজন ওটি টোকনোলজিস্ট হিসেবে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।'
জানা যাচ্ছে, সম্প্রতি উইনডোজ প্রোডাকশনের 'বহুরূপী' ছবির শ্যুটিংয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন ঋতাভরী। বমি ও মাথা ঘোরার সমস্যা ছিল তাঁর। সেটা নিয়েই চিকিৎসকের দ্বারস্থ হন ঋতাভরী। চিকিৎসকরা পরীক্ষানীরিক্ষা করে জানতে পারেন, তাঁর পিত্তথলীতে পাথর জমেছে। এরপরই দ্রুত অস্ত্রোপচার হয় অভিনেত্রীর।