৮ অক্টোবর বড়পর্দায় আসছে 'বহুরূপী'। আপাতত তাই তারই প্রচারে ব্যস্ত ছবির তারকারা। এই ছবির প্রচারে দেখা যাচ্ছে ঋতাভরী-আবির, কৌশানি-শিবপ্রসাদ-নন্দিতা রায়, সকলকেই। তেমনই ১ অক্টোবর, 'বহুরূপী'র ট্রেলার লঞ্চে হাজির ছিলেন এরাঁ সকলেই।
এদিকে ১ অক্টোবরই ছিল ঋতাভরীর বয়ফ্রেন্ডের জন্মদিন। যেটা সেলিব্রেট করার জন্য আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু নাহ, বাধ সাধল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। হ্য়াঁ, বেছে বেছে ১ অক্টোবর দিনটিই ট্রেলার লঞ্চের জন্য বেছে নিয়েছিলেন ছবির দুই নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়।
আর তাই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়ে সকলের উদ্দেশ্যে ঋতাভরী বলেন, ‘ছবির প্রমোশনের জন্য ডেট দেওয়া হচ্ছিল। আমি তখন আমার ম্যানেজারকে বলেছিলাম, আর যাই হোক ১অক্টোবরটা কোনও ডেট রেখো না, ওইদিন আমি কোনও প্রমোশনে যেতে পারব না। ওইদিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে। ঠিক কয়েকদিন আগে, সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমি বম্বে যাব আবার পরদিন সকালেই ফিরে আসব। শোনা গেল, ওই একটা দিনই সবার ডেট পাওয়া গিয়েছে ট্রেলার লঞ্চের জন্য। '
আরও পড়ুন-বেআইনিভাবে টাকা আত্মসাৎ-এর অভিযোগ নাগার্জুনের বিরুদ্ধে, উঠল গ্রেফতারের দাবি
এরপরই সেখানে উপস্থিত পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে ঋতাভরী বলেন, 'এবার ট্রেলার লঞ্চ হবে, সেখানে আমি থাকব না, এই আলোচনাটাই করার কোনও মানে নেই। কারণ, আমার শিবুদার প্রতি বা বহুরূপীর প্রতি যা কমিটমেন্ট.., বিশ্বাস করো, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়ত তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি। তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ থাকবেও। কারণ, আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যে জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, কখনও শবরী হিসাবে, কখনও ফুল্লরা হিসাবে এবং এবারে আশাকরছি পরী হিসাবেও। পরীর জীবনে অনেক শেড আছে, সেটা ছবি দেখলে বুঝতে পারবেন, আর আমি আমার স্বামীর জীবনটা কতটা হেল করে দি, সেটাও দেখতে পাবেন।’
ঋতাভরী যখন এমন কথা বলছিলেন তখন মুখ চিপে হাসছিলেন আবির চট্টোপাধ্যায় (ঋতাভরীর পর্দার স্বামী)। তাঁকে দেখিয়ে ঋতাভরী বললেন, ‘এইরকম এক্সপ্রেশন ও দেয়, তবে এটাই হয়ত ও ছবিতে দিতে চেয়েছিল।’
পরেপরিচালক নন্দিতা রায়কে ধন্যবাদ জানিয়ে ঋতাভরী বলেন, ‘নন্দিতাদির জন্য আমি একটা স্পেশাল থ্যাং ইউ মেনশন করতে চাই> কারণ এই চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা। প্রত্যেকটা চরিত্র, সেটা পরী হোক বা ঝিমলি বা সুমন্ত কিংবা বিক্রম, প্রতিটা চরিত্রই আপনারা রিলেট করতে পারবেন। আর তাদের ভালোমন্দ সবনিয়ে তাঁদেরকে ভালোবাসতে পারবেন।' সবশেষে অভিনেত্রী বলেন, 'আর আমার কিছুটা পাগলামী ট্রেলারে দেখেছেন, বাকিটা হলে দেখে নেবেন।’