প্রেমের সপ্তাহ শেষের পর্যায়ে। প্রেমের জন্য বরাদ্দ এই বিশেষ দিনটিও। সকলেই এই ভ্যালেন্টাইন্স ডে তাঁদের মনের মানুষের সঙ্গে রোম্যান্টিক ভাবে কাটাতে চান। কিন্তু সেই বিশেষ দিনটি অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠল ঋতাভরী চক্রবর্তীর জন্য! কী ঘটেছে?
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
কী জানালেন ঋতাভরী?
এদিন ঋতাভরী চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাড়ির বারান্দার দোলনায় বসে আছেন। পা তুলে রাখা সামনের একটি টুলের উপর। আর তাঁর বাঁ পায়ে বাঁধা ব্যান্ডেজ। মুখ কুচকে পায়ের দিকেই তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
এদিন এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী জানান যে তিনি চোট পেয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত লিখে জানান, 'আমি এটা প্ল্যান করিনি। এই বছর এমনিও ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক ভাবে কাটত না। কিন্তু ভাবিনি তাই বলে বিষয়টা এতটা কষ্টদায়ক হবে।'
তিনি এদিন আরও জানান, 'ব্যাপারটা ভয়াবহ না হলেও বেশ খারাপ। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এমনকি আমার আজকের শ্যুটিং ক্যান্সেল করতে হয়েছে কারণ আমায় হাঁটতে নিষেধ করা হয়েছে। অ্যাক্সিডেন্ট ভুলভাল সময়ই আমার সঙ্গে মোলাকাত করতে আসে। আমার আজকে আইস প্যাক আর পেইন কিলারের সঙ্গে ডেট চলছে। টাটা।'
পায়ে আঘাত পাওয়ার কথা জানালেও কীভাবে সেই চোট লেগেছে সেটা এদিন এই পোস্টে জানাননি ঋতাভরী চক্রবর্তী। তবে তাঁর পায়ে ব্যথার কথা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।
কে কী বলছেন?
একজন এদিন লেখেন, 'তোমার একটার পর একটা লেগেই আছে সবসময়।' আরেকজন লেখেন, 'তোমার কী হয়েছে বলো তো? একটার পর একটা লেগেই আছে।' কেউ কেউ আবার জানতে চেয়েছেন যে কী করে তিনি পায়ে আঘাত পেলেন।
আরও পড়ুন: ২ মাসের শিশুর ১৬ কোটির ইনজেকশন নিয়ে মজা! ভাইরাল সময় রায়নার পুরনো ভিডিয়ো, নেটপাড়া বলছে, ‘অমানবিক’
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ঋতাভরী চক্রবর্তী বর্তমানে বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে প্রেম করছেন। নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি অভিনেত্রী কখনই।