বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় তাঁর বহুল প্রতীক্ষিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' নিয়ে ফিরছেন। সেখানে 'নটী বিনোদিনী'-এর ভূমিকায় নজর কাড়তে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে তার মাঝেই সৃজিতের সঙ্গে একই ফ্রেমে নজর কাড়েন ঋতাভরী চক্রবর্তী। আর সেখান থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এবার সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে কাজ করতে চলেছেন নায়িকাও। এরপর এক জনৈক সংবাদমাধ্যম এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানা যায় এই ছবিতেই নাকি ঋতাভরী থাকছেন একটি গুরত্বপূর্ণ ভূমিকায়। তবে এই খবর একেবারেই সঠিক নয়, এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রযোজক রানা সরকার।
জনৈক সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশ্যে আসতেই রানা জানান এই খবর ভুয়ো। একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রসঙ্গে কিছু কথা ভাগ করে নেন। তিনি লেখেন, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সৃজিত মুখোপাধ্যায়ের প্রস্তাবিত সিনেমা, যেটা আমাদের বহুদিনের পরিকল্পনা। সেই সিনেমাতে ঋতাভরী চক্রবর্তী কোনও চরিত্রে অভিনয় করছেন না। প্রযোজক হিসেবে এটা আমি জানাচ্ছি।'
তারপর ওই প্রতিবেদন প্রসঙ্গে প্রযোজক লেখেন, ‘মনে হয় প্রতিবেদক ভুল খবর পেয়েছেন, এবং প্রযোজক, পরিচালকের কাছে এই খবরের সত্যতা যাচাই না করেই তাড়াহুড়ো করে খবর ছাপিয়ে দিয়েছেন। আমি ঋতাভরী চক্রবর্তীর কাছেও ক্ষমাপ্রার্থী এই ভুল খবরের জন্য। ‘বিনোদিনী’ হিসেবে শুভশ্রীর নাম সৃজিত ঘোষণা করেছেন। বাকি কাস্টিং আমরা যথাসময়ে ঘোষণা করব।’
আরও পড়ুন: ‘আমরা এই ব্যাপারে…’, তথাগতর সঙ্গে হয়নি ডিভোর্স, সৌম্যর সঙ্গে প্রেম করছেন দেবলীনা? এল জবাব
পাশাপাশি রানা জানান ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শ্যুটিং এখন অনেক দেরি আছে। তার আগে তাঁদের অন্য একটি ছবি তৈরি হচ্ছে। ‘গুন গুন করে মহুয়া' অকাল প্রয়াত নায়িকা মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত তাঁর প্রযোজনা সংস্থা।
তবে শোনা গিয়েছে সৃজিতের আসন্ন একটি প্রোজেক্টে ঋতাভরীকে দেখা যেতে পারে। আপতত কাথাবার্তা চলছে, অনুষ্ঠানিক ভাবে পরিচালক বা নায়িকার পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, একটা সময় সৃজিতের সঙ্গে ঋতাভরীর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল।
আরও পড়ুন: ‘আমরা এই ব্যাপারে…’, তথাগতর সঙ্গে হয়নি ডিভোর্স, সৌম্যর সঙ্গে প্রেম করছেন দেবলীনা? এল জবাব
বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আর তারই মাঝে সৃজিত মুখোপাধ্যায় তাঁর পরের ছবি ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ঘোষণা করেছিলেন। যদিও অফিসিয়াল এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল বেশ কিছু বছর আগে ২০২২ সালে। পরে প্রযোজক রাণা সরকার জানিয়েছিলেন, সৃজিত নাকি সময় দিতে পারছেন না। আপাতত কেটেছে সব জট। তবে নতুন ভাবে শুরু করার পর, বাদ পড়েন প্রিয়াঙ্কা সরকার। সেই জায়গায়, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বিনোদিনী হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।