মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটা যৌন নিগ্রহের ঘটনাকে প্রকাশ্যে এনেছে। সেই নিয়ে শুরু হয়েছে শোরগোল। ইতিমধ্যেই শ্রীলেখার অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক। তার মাঝেই কী লিখলেন ঋতাভরী? মমতার কাছে কী আবেদন করলেন?
আরও পড়ুন: আবদার যেন থামেই না! ইমন - জাভেদদের আর্জিতে সা রে গা মা পা -এ পরপর রফির গানে মঞ্চ মাতাল ছোট্ট অনীক
কী লিখলেন ঋতাভরী?
ঋতাভরী এদিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'হেমা কমিটির রিপোর্ট মালায়লাম ইন্ডাস্ট্রিতে ঘটা যৌন নিগ্রহের কথা ফাঁস করেছে। আর সেটা দেখেই আমার মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি কেন এমন ভাবে একই পদক্ষেপ নিচ্ছে না? অনেক রিপোর্ট দেখা যায়, এমনকি আমি এমন অনেক অভিনেত্রীকে চিনি যাঁরা এমন ঘটনার শিকার হয়েছেন। যে নায়ক, প্রযোজক, পরিচালকদের মনে নোংরা ভাবনা চিন্তা ঘোরে, জঘন্য আচরণ করে কোনও রকম বাধা, সাজা ছাড়াই তাঁদেরকেও আরজি করের নির্যাতিতার জন্য পথে নামতে দেখেছি মোমবাতি হাতে ধরে। তাঁরা কিন্তু আদতে মহিলাদের রক্ত মাংসের দেহ ছাড়া কিছুই ভাবে না।'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, মা হতে চান না সোহিনী! বললেন, 'এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না'
তিনি এদিন আরও লেখেন, 'এই মোলেস্টারদের মুখোশ ছিঁড়ে ফেলা হোক। আমি আমার সহঅভিনেত্রীদের আহ্বান জানাচ্ছি এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমি জানি তোমরা সবাই ভয় পাচ্ছ যে আর কাজ পাবে না বা কিছু। কিন্তু কতদিন চুপ থাকবে আর? মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একই ধরনের একটা তদন্ত চাইছি।'
আরও পড়ুন: 'না অনুমতি আছে, না অধিকার', কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলতেই কঙ্গনার মতের বিরোধিতা বিজেপির
তিনি এই পোস্টের ক্যাপশনে লেখেন তিনি দ্রুত এটার তদন্ত চান। এডি কোনও যৌন নিগ্রহ, ধর্ষণের ঘটনা ঘটুক চান না। তাঁর কথায়, 'কোনও পুরুষ আমাদের আসবাব পত্র, বা কোনও দ্রব্যের মতো দেখতে পারে না তাঁদের মধ্যে জমে থাকা সেক্সের খিদে মেটানোর জন্য।'