বাংলা নিউজ > বায়োস্কোপ > HT India's Most Stylish 2023: জিতেন্দ্রর ফিল্মি কায়দায় অ্যাওয়ার্ড মঞ্চে ব্যাডমিন্টন খেললেন রীতেশ, সঙ্গী হলেন পিভি সিন্ধু

HT India's Most Stylish 2023: জিতেন্দ্রর ফিল্মি কায়দায় অ্যাওয়ার্ড মঞ্চে ব্যাডমিন্টন খেললেন রীতেশ, সঙ্গী হলেন পিভি সিন্ধু

জীতেন্দ্রর স্টাইলে রীতেশের ব্যাডমিন্টন

ঘটনাস্থল HT India's Most Stylish-২০২৩ অ্যওয়ার্ডের মঞ্চ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। সেখানেই 'ঢল গয়া দিন, হো গ্যায়ি শাম' গানের ছন্দে নাচের স্টাইল ব্যাডমিন্টন খেললেন রীতেশ। কাণ্ড দেখে তখন দর্শকাসনে বসে না হেসে পারলেন না সুস্মিতা সেন ও ফারহান আখতার। 

মনে পড়ে ‘হামজোলি’র ছবির সেই দৃশ্য। 'ডল গয়া দিন, হো গ্যায়ি শাম' গানের ছন্দে লীনা চন্দ্রভারকরের সঙ্গে জিতেন্দ্রর সেই ব্যাডমিন্টন খেলার কথা? ১৯৮৬-এর মুক্তি পাওয়া সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি ঘটালেন অভিনেতা রীতেশ দেশমুখ। তাঁর সঙ্গী ছিলেন ব্য়াডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

ঘটনাস্থল HT India's Most Stylish-২০২৩ অ্যওয়ার্ডের মঞ্চ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। সেখানেই 'ডল গয়া দিন, হো গ্যায়ি শাম' গানের ছন্দে নাচের স্টাইল ব্যাডমিন্টন খেললেন রীতেশ। তাঁর কাণ্ড দেখে তখন দর্শকাসনে বসে না হেসে পারলেন না সুস্মিতা সেন ও ফারহান আখতার। হাসির রোল উঠল অন্যান্য দর্শকদের মধ্যেও।

আরও পড়ুন-এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India's Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব

এদিনের অনুষ্ঠানে রীতেশ ও জেনেলিয়াকে দেখা যায় স্টাইলিশ লুকে। রীতেশ পরেছিলেন কালো ট্রাউজার, সাদা শার্ট ও কালো স্টাইলিশ জ্যাকেট। অন্যদিকে জেনেলিয়া পরেছিলেন সাদা ট্রাউজার, রঙিন শার্ট ও সাদা ব্লেজার। এদিনের রেড কার্পেটে নজর কেড়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও। কালো ও নীল স্ট্র্যাপলেস পোশাকে দেখা যায় তাঁকে।

আর পড়ুন-ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে সোনম, হিন্দিতে 'নমস্তে' দিয়েই শুরু করলেন বক্তব্য

রবিবার HT India's Most Stylish-২০২৩ অ্যওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ফারহান আখতার, রিচা চাড্ডা, আলি ফজল, অদিতি রাও হায়দারি, সাইয়ামি খের, অনিল কাপুর, মন্দিরা বেদী, জাহ্নবী কাপুর, এবং অনন্যা পাণ্ডে মতো তারকারা প্রেমিক রোহমান শল ও মেয়ে আলিশাকে নিয়ে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। এদিনের অনুষ্ঠানে নজর কাড়ে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন, যাঁরা কিনা আবার একসময়ের বহু চর্চিত প্রেমিক-প্রেমিকা। অনুষ্ঠানে পাশাপাশা বসে কথা বলতেই দেখা যায় অক্ষয়-রবিনাকে। মঞ্চে উঠে সৌজন্য বিনিময় করতে একে অপরকে জড়িয়ে ধরেন। আবার একসঙ্গে র‌্যাপিড ফায়ার রাউন্ডেও অংশ নেন রবিনা-অক্ষয়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন