মা নন্দিতা সেনগুপ্ত আর তাঁর কাছে নেই। তবে তিনি থাকলে হয়ত তাঁর জন্মদিনটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করতেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ২২ ফেব্রুয়ারি, শনিবার মাকে ছাড়াই, একরাশ মনখারাপ নিয়ে মায়ের জন্মদিন উদযাপন করলেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় নন্দিতা দেবীর উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি।
কী লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত?
ঋতুপর্ণা আবেগতাড়িত হয়ে কান্না ভেজা গলায় লেখেন, ‘শুভ জন্মদিন মা..। এটা তোমার প্রথম জন্মদিন, যেদিন আমি তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে পারলাম না...তোমার কোলে মাথা রাখতে পারলাম না, কেক কেটে খাওয়াতেও পারলাম না...তুমি শুধুই আমার নীরব কান্না শুনতে পারো..তুমি আমাকে ছুঁয়ে সান্ত্বনা দিতে পারো...আমি তোমাকে অনেক মিস করছি মা...আমার মাম্মি চাম্মিকে জন্মদিনের শুভেচ্ছা..মা আমি তোমাকে ভালোবাসি। তুমি যেখানেই থাকো না কেন তোমার জন্মদিন দারুন কাটুক....হাসি হাসো আর হাসো....তুমি সবসময় সেরাটা পাওয়ার যোগ্য মা..।’
এই পোস্টের সঙ্গে মায়ের জন্মদিন সেলিব্রেট করার কিছু পুরনো ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন-রান্না করলেন রুবেল! খেলেন শ্বেতা এবং পরিবারের সকলে, কী ছিল পিকনিকের মেনুতে?
ঋতুপর্ণার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাকে নিয়ে কোনও এক রেস্তোরাঁ কেক কাটিয়েছিলেন তিনি। Happy Birthday To You গান গাইছিলেন অভিনেত্রী, আর তাঁর মা নন্দিতা সেনগুপ্ত কেক কাটলেন। কেক কেটে মেয়েকে খাওয়াতে যাবে, তো স্বাস্থ্য সচেতন অভিনেত্রী অল্প একটু কেক দাঁত দিয়ে কাটলেন। আর সেটা দেখে নন্দিতা সেনগুপ্তকে বলতে শোনা যায়, ‘দাঁত দিয়ে কেটো না, একটু খাও, এনার্জি নেই তো শরীরে।’ মায়ের কথায় হেসে ফেলেন ঋতুপর্ণা। যা দেখে নেটপাড়ায় অনেকেই বলছেন, ‘সব মায়েরাই একই রকম, তাঁরা মা-ই হয়, সন্তানকে খাওয়াতে ব্যস্ত থাকেন…।’
গত বছর নভেম্বরে মাকে হারিয়েছেন ঋতুপর্ণা। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গত ২৩ নভেম্বর মৃত্যু হয় নন্দিতা সেনগুপ্তের। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আর এটা তাঁর মায়ের মৃত্যুর পর প্রথম জন্মদিন, তাই আজ (২২ ফেব্রুয়ারি) বড়ই মন খারাপ ঋতুপর্ণার।
'১ম জন্মদিন, যেদিন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে পারলাম না…', কাকে ভালোবেসে এই আবেগঘন পোস্ট ঋতুপর্ণার?