কিছুদিন আগেই বিজয় দশমী উপলক্ষে মুম্বই পৌছে গিয়েছিলেন টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। মুম্বইয়ে কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যায় তাঁকে। যদিও বলিউডের সঙ্গে ঋতুপর্ণার সম্পর্ক বহুদিনের, তাই বি টাউনে অবাদ যাতায়াত তাঁর।
এবার রবিনা ট্যান্ডনের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। ঋতুপর্ণা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের গাউনে সেজে রয়েছেন তিনি। সঙ্গে ছিল শুধু গলায় একটি চেন। রবিনা ট্যান্ডনকে দেখতে পাওয়া যাচ্ছে একটি কাজ করা চুরিদার পরে থাকতে।]
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
গলায় লাল রঙের হার (যার মধ্যে একটি মা দুর্গার মুখ আঁকা রয়েছে), হাতে ব্রেসলেট, চুল টেনে বাঁধা। সবকিছু মিলিয়ে রবিনা ট্যান্ডনকে যেন এক যুবতীর মতো দেখতে লাগছে। রবিনার সঙ্গে ছবি পোস্ট করে ঋতুপর্ণা লেখেন, তোমার নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য। সবকিছু ভীষণ সুন্দর ঠিক তোমার মতো।
রুবিনা একটি নতুন কোম্পানি লঞ্চ করতে চলেছেন, সেই উদ্দেশ্যেই একটি পার্টি রেখেছিলেন তিনি। সেই পার্টিতেই আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ খুশি নেটিজেনরা। দুজনেই ৯০ দশকের বিখ্যাত অভিনেত্রী, একজন বলিউডের এবং অন্যজন টলিউডের।
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
প্রসঙ্গত, ২০২৫ সালে ওয়েলকাম টু দ্যা জঙ্গল ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। রবিনার সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন সুনীল শেট্টি। অন্যদিকে এই বছর ঋতুপর্ণা একের পর এক প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত। কিছুদিন আগেই কাজের সূত্রে উড়ে গিয়েছিলেন আমেরিকা, লক্ষ্মীপুজো দিতেই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।