রাজনীতি আর বিনোদন দুনিয়া, এখন বহু টলি ব্যক্তিত্বের জীবনেই মিলেমিশে গিয়েছে। বেশ কয়েকবছর হল, এরাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে নাম লিখিয়েছেন টলিপাড়ার বহু ব্য়ক্তিত্ব। একই ভাবে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নামের সঙ্গেও বহুবার জড়িয়েছে রাজনৈতিক প্রসঙ্গ। বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। অনেকেরই প্রশ্ন তিনিও কি তবে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন?
আর এবার ২৩ জানুয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসবের প্রথম দিনই হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার থেকে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে শুরু হওয়া এই উৎসবের প্রথম দিনেই বিশেষ অতিথি ছিলেন তিনি। সেখানে গিয়েও এই একই প্রশ্নের মুখে পড়তে হল ঋতুপর্ণাকে। প্রস্তাব এলে তিনিও কি তবে এবার রাজনীতিতে সরাসরি যোগ দেবে?
উত্তরে ঋতুপর্ণা অবশ্য শুরুতেই বিষয়টা খারিজ করে দেন। বলেন, ‘কোনওদিনই না। আমি রাজনীতির কিছুই বুঝি না, তাই রাজনীতি থেকে দূরে। একজন শিল্পী হিসাবেই সকলের মনে থাকতে চাই।’ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি তাঁকে ডাকেন তাহলে? ঋতুপর্ণার উত্তর, ‘তখন মুখ্যমন্ত্রীকেও বুঝিয়ে বলব বিষয়টা।’
বৃহস্পতিবার চুঁচুড়া উৎসবের মঞ্চে দর্শকদের জন্য নিজের 'প্রাক্তন' সিনেমার গান গেয়ে শোনান ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসঙ্গত, চুঁচুড়া বক্সি গ্রাউন্ডে আগামী ১২ দিন এই উৎসব চলবে। এদিকে চুঁচুড়া উৎসবে ঋতুপর্ণা ছাড়াও দেখা গিয়েছে আরও অনেককেই। এই উৎসবে শাড়ি ও প্রসাধনীর স্টল দিয়েছেন হুগলির নতুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা জানিয়েছেন সেখানে কেনাকাটায় মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটায় আছে আকর্ষণীয় ছাড়, এমনকি বিনামূল্যে মিলবে শাড়ি।
এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনাতে আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘পুরাতন’। আর তাঁর হাত ধরেই আরও একবার বাংলা ছবি দুনিয়ায় ফিরছেন শর্মিলা ঠাকুর। গত ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনের থেকেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। পরিচালক সুমন ঘোষ।