আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের পঞ্চাশতম ছবি। তাঁদের এই জনপ্রিয় জুটির আসন্ন ছবি অযোগ্য নিয়ে ইতিমধ্যেই দর্শক এবং তাঁদের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনা বাড়িয়ে প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান তুই আমার হবি না।
অযোগ্য ছবির গান তুই আমার হবি না মুক্তি পেল
অযোগ্য ছবিটির প্রথম গান হল তুই আমার হবি না। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। মিষ্টি সুরেলা গানের প্রতিটি কথা এবং সুরে ব্যক্ত হয়েছে যন্ত্রণার কথা। কষ্টের ছাপ। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
আরও পড়ুন: ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, কার কাছে কই মনের কথায় শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়?
এই গানের ভিডিয়োতে উঠে এসেছে ছবির খানিক গল্পও। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম প্রসেন এবং ঋতুপর্ণার চরিত্রের নাম পর্ণা। ঋতুপর্ণার স্বামী হলেন শিলাজিৎ। ওরফে রক্তিম। তাঁদের সন্তানের পায়ে সমস্যা। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দুজনের জীবনেই নানা সমস্যা আছে। কিন্তু কোথায় কীভাবে তাঁদের জীবন বাঁধা, কোন দিকে ছবির গল্প এগোবে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এখানে বুম্বাদার মায়ের চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। ছবির গল্পে উঠে আসবে মৃত্যু, দুর্ঘটনাও, সেটা এই গান থেকেই স্পষ্ট।
আরও পড়ুন: রবিবার ৫.৫ কোটি ঘরে তুলল 'শ্রীকান্ত', তিনদিনে বক্স অফিসে মোট কত আয় করল রাজকুমারের ছবি?
অযোগ্য ছবিটি প্রসঙ্গে
অযোগ্য ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। অভিনয়ে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি।