সম্প্রতি রাত দখলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। জনরোষের শিকার হতেই ফিরে আসেন তিনি। করেন একটি ফেসবুক পোস্টও। এবার তিনি আরজি কর কাণ্ড নিয়ে চলা এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন।
আরও পড়ুন: এসডি বর্মনের গানে সুরের খেলায় সারেগামাপা মাতাল ঐশি, ভুল ধরানো নয়, উঠে এসে খুদেকে জাপটে ধরলেন ইমন
কী ঘটেছে?
গত বুধবার ৪ সেপ্টেম্বর দ্বিতীয়বার রাত দখল করা হয় কলকাতায়। সেদিন শ্যামবাজারের রাত দখলের জমায়েতে যোগ দিতে যান ঋতুপর্ণা। শঙ্খ বিতর্কের পর সেদিন তাঁকে দেখেই ক্ষেপে ওঠে জনতা। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। এমনকি তাঁর গাড়িতেও রীতিমত ধাক্কাধাক্কি করা হয়। এরপর এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমত জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন সেদিন তিনি মরে যেতেও পারতেন। তবে এদিন তিনি প্রশ্ন তুললেন আন্দোলন নিয়েও।
ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ' আমি আমার মনের সৎ উদ্দেশ্য নিয়েই ওদিন গিয়েছিলাম। সেদিন ওখানে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে দিয়েছিলাম নিজের মনের আবেগ, সৎ উদ্দেশ্য নিয়েই। সেদিন যাঁরা ওখানে ছিলেন তাঁদের সকলের মনে যে আবেগ রয়েছে সেই একই আবেগ আমারও ছিল বলেই মনে করি। সেভাবেইজ সেই জন্যই গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কিছু মানুষ আমার সঙ্গে যেটা করেছে সেটা আমাদের সমাজের খুব ভয়াবহ একটা চিত্র বলেই মনে করি।'
তিনি এদিন একই সঙ্গে দাবি করেন, 'কারা করেছে বলতে পারব না। কিন্তু যাঁরা করেছেন তাঁরা নিজেও বোধহয় জানেন না তাঁরা কী করছিলেন। এবং একটি মহিলার বিচারের জন্য আমরা গিয়েছিলাম সেখানে যদি আরও একটি মহিলাকে হেনস্থা করা হয় তাহলে কিছু বলার নেই। আমরা কী নিয়ে লড়ছি সেটাই বোধহয় অনেকের কাছে স্পষ্ট নয়।'
প্রসঙ্গত ঋতুপর্ণার সঙ্গে যে বর্বর ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে সোচ্চার হয়েছে টলিউড। বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সহ একাধিক অভিনেতা প্রতিবাদ করেছেন গোটা ঘটনার। তবে শ্রীলেখা মিত্র আবার সেটিকে সমর্থনও করেছেন।