গত কয়েকমাস ধরেই অশান্ত বাংলাদেশ, এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশের সিনেপাড়াও। আর এই সিনেপাড়া থেকেই কিছুদিন আগে এক ছবির প্রস্তাব এসেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে। যা নিয়ে অভিনেত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা বার্তাও বলেছিলেন তাঁরা। কিন্তু তার মাঝেই শোনা যায় এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবর্তে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। পরিচালক জানান, নিরাপত্তার কারণেই নাকি ঋতুপর্ণাকে ছবি থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু পরিচালকের এই কথায় এবার বেজায় চটলেন অভিনেত্রী।
অভিনেত্রীর মতে বাদ তিনি পড়তে পারেন না, কারণ তিনি ছবি কাজ করবেই সেই সিদ্ধান্তেই কখনও পৌঁছাননি। পাশাপাশি তিনি চিত্রনাট্যে কিছু বদল চেয়েছিলেন। যার ফলে কোনও চুক্তিই হয়নি।
আরও পড়ুন: অনিন্দিতাকে ডিভোর্স, ৪ বছরের মধ্যেই দ্বিতীয় বউ দেবলীনার সঙ্গেও দূরত্ব? মুখ খুললেন গৌরব
কিন্তু কেন ছবিতে থাকছেন না ঋতুপর্ণা? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো-কে ছবির পরিচালক রশিদ পলাশ বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। আমাদের প্রযোজনা-প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ হিসেবে আমাদের শুটিং লোকেশন, যেখানে সেখানে তাঁর যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’
পরিচালকের এই কথার পরিপ্রেক্ষিতেই এবার অভিনেত্রী TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘এই ছবি জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি কিছু ফাইলান করিনি। চিত্রনাট্যে আমি কিছু পরিবর্তন চেয়েছিলাম, আমায় আবারও নতুন করে স্ক্রিপ্ট পাঠানোর কথা ছিল। যেটা ওঁরা কেউ পাঠাননি। আমি জানিয়ে দিয়েছিলাম, চিত্রনাট্য সঠিক না হলে, আমি কোনও মতেই কাজ করার জায়গায় থাকব না। তাই আমার সঙ্গে কোনও চুক্তি হনি। আমি ছবিটার জন্য রাজি হইনি কখনই। তাই নেওয়া বা বাদ দেওয়া, দুই প্রসঙ্গই উঠতে পারে না।’
আরও পড়ুন: ব্রেকআপের গুঞ্জন মিথ্যে করে আবার এক শ্রদ্ধা-রাহুল! ছবি পোস্ট করে সম্পর্কে নায়িকাই দিলেন সিলমোহর ?
তিনি জানান খুব বিশ্বাসযোগ্য এক সূত্র থেকে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন। পরিচালক রাশিদ পলাশও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘যা-যা গল্প বানানো হচ্ছে, সেগুলো আমার অজানা। এমন করে কোনও অভিনেতাদের নাম করে পাবলিসিটি করার বিষয়টা আমার সত্যি জানা নেই। যথাযথ নিরাপত্তার না থাকার কারণে আমায় নিয়ে শুট করতে পারবে না, সেটা আলাদা বিষয়। তবে ওঁরা যেভাবে বিয়টাকে সামনে আনছেন সেটা একেবারেই সঠিক নয়।’
প্রসঙ্গত, সদ্যই মাকে হারিয়েছেন অভিনেত্রী। ২৮ নভেম্বর, বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর মা নন্দিতা দেবীর শ্রাদ্ধানুষ্ঠান। ১৫ দিন ধরে ভেন্টিলেশনে থাকার পর শেষপর্যন্ত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা সেনগুপ্ত। ছেলেকে পাশে নিয়ে রীতি মেনে মায়ের শ্রাদ্ধের কাজ করেন ঋতুপর্ণা। অভিনেত্রীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর টলিপাড়ার বেশকিছু সহকর্মী।