বাংলা নিউজ > বায়োস্কোপ > Rituparna Sengupta: এত আড্ডা দেন এই নায়িকার সঙ্গে, কাজ লাটে উঠেছিল! প্রিয় বন্ধুর নাম বললেন ঋতুপর্ণা

Rituparna Sengupta: এত আড্ডা দেন এই নায়িকার সঙ্গে, কাজ লাটে উঠেছিল! প্রিয় বন্ধুর নাম বললেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত। (ফাইল ছবি)

Rituparna Sengupta: সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন টলিউডের নানা শিল্পীকে নিয়ে তাঁর মত। তার কয়েকটি তো চমকে দেওয়ার মতো। 

বহু নায়িকাই টলিউডে জাপচের সঙ্গে কাজ করছেন। কিন্তু তার পরেও বহু বছর কেটে গেলেও ঋতুপর্ণা সেনগুপ্তকে তাঁর জায়গা থেকে কেউ টলাতে পারেননি। এহেন টলি-কুইন সম্প্রতি হাজির হয়েছিলেন এক সাক্ষাৎকারে। ফিবার এফএমের এই সাক্ষাৎকারে টলিউডের অভিনেত্রীদের সম্পর্কে নিজের নানা মতামত জানালেন তিনি।

কিন্তু এর মধ্যে সবচেয়ে মজাদার হয়েছে একটি তথ্য। সেটিতেই মন ভরেছে অভিনেত্রীর অনুরাগীদের। এফএমের তরফে আরজে জিনিয়া এই সাক্ষাৎকারে ঋতুপর্ণাকে প্রশ্ন করেন, কোনও অভিনেত্রীর সঙ্গে তাঁর সবেচেয়ে বেশি বন্ধুত্ব?

ঋতুপর্ণা খুবই গম্ভীর অভিনেত্রী, কাজ ছাড়া আর কিছুই বোঝেন না, দেখা হলেই কাজের কথা— এমনই মত অনেকের। তিনি নাকি বিশেষ মন খুলে কথাও বলেন না। বন্ধুত্ব বলতেও সবটাই কাজের সম্পর্ক। এমন কথাও শোনা যায়। এহেন ঋতুপর্ণার বন্ধু কি কেউ আছেন?

হ্যাঁ, আছেন। এবং তিনিও এই টলিউড থেকেই। অভিনেত্রী নিজে জানা লেন সে কথা। সঙ্গে বললেন, সেই বন্ধুত্ব নাকি এমন যে, কোনও কোনও পরিচালক তাঁদের একসঙ্গে ছবিতেও নিতে চান না। কারণ তাঁরা নাকি এক জায়গায় হলেই এত গল্প করেন, কাজে লাটে ওটার হাল হয়। এই বন্ধুটি কে?

ঋতুপর্ণা জানালেন, তাঁর এই বন্ধু বা বান্ধবীটি হলেন রাইমা সেন। তাঁর কথায়, দারুণ আড্ডা হয় দু’জনের মধ্যে। কাজ তো বটেই, তার পাশাপাশি অন্য বিষয় নিয়েও কথা। আর সেটিই বন্ধুত্বের বড় কারণ।

এর পরেই ঋতুপর্ণা জানিয়েছেন, সেই আড্ডা নাকি একবার এত জমে গিয়েছিল, যে পরিচালক সন্দীপ রায় রীতিমতো ভেঙে পড়েন। বলেন, ওঁদের আর কখনও এক ছবিতে নেবেন না। তাহলে ওঁরা আড্ডা দিয়েই সময় কাটিয়ে দেবে। কাজের কাজ আর হবে না।

বন্ধ করুন