আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে ট্রোল্ড হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের মতো করে সেই বিষয়ে উত্তরও দিয়েছিলেন অভিনেত্রী। এবার সন্তানদের গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া নিয়ে কী বার্তা দিলেন?
কী বললেন ঋতুপর্ণা?
ঋতুপর্ণা সেনগুপ্ত একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মাও। তাঁর একটি পুত্র এবং একটি কন্যা সন্তান আছে। আরজি কর কাণ্ডের পর নিজের সন্তানদের কোন শিক্ষা দিচ্ছেন সেটাই আনন্দবাজারকে জানালেন। বললেন, 'আজকাল অনেক স্কুলেই গুড টাচ ব্যাড টাচের ফারাক শেখানো হয়। সব স্কুলেই এই শিক্ষা দেওয়া জরুরি। কেবল মেয়েদের নয়। ছেলেদেরও। ছেলেদের বুঝতে হবে ওদের কীভাবে চলা উচিত। কী কী করা উচিত সম্মানের সঙ্গে বাঁচতে গেলে। এখন না বললে অনেকটা দেরি হয়ে যাবে।'
অভিনেত্রী এদিন আরও জানান, 'ছেলেদের বোঝানো উচিত তারা যেন সীমা অতিক্রম না করে। মহিলাদের কীভাবে সম্মান করা উচিত সেটা শেখানো উচিত ওদের। ছেলে মেয়ে নির্বিশেষে সবার এই গণ্ডিটা বোঝা উচিত।'
এদিন ঋতুপর্ণা একই সঙ্গে জানিয়ে দেন দেশে নারী নিরাপত্তা একেবারেই তলানিতে। তাঁর মতে বয়স দেখে বিপদ আসে না। পাঁচ বছরের মেয়ে হোক বা ৭০ বছরের বৃদ্ধা কারও নিরাপত্তা নেই এই সমাজে। তাই তিনি তবে মেয়ে ঋষণাকে এখন থেকে এই সমস্ত বিষয়ে সচেতন করে থাকেন। তবে পরিশেষে অভিনেত্রীর প্রশ্ন, '২ বছরের বাচ্চাকে দেখেও কারও যৌন কামনা হয়? যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়? এসব ভেবে ভেবে আমি হয়রান হয়ে যাই। মানুষ কতটা বিকৃত মনস্কের হলে এটা করে! সমাজটাই বিকৃত হয়ে গিয়েছে।'
আরও পড়ুন: 'এই শারদীয়ায় এটুকুই চাই...' রাত দুটোয় একা শহর ঘুরে বেড়ালেন মধুমিতা! দেবী দুর্গার কাছে চাইলেন কী?