প্রয়াত বাংলার জনপ্রিয় রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়। ‘কিচেন কুইন অব বেঙ্গল’ নামে পরিচিত তিনি। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনজনকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন অভিনেত্রী।
শুক্লা মুখোপাধ্যায়ের সঙ্গে নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন ঋতুপর্ণা। লেখেন, 'আমার বড় আপনজন, পরিবারের একজন চলে গেলেন। আমি শোকস্তব্ধ। তোমার ভালোবাসা, আদর আর রান্না আমার সারাজীবনের পুঁজি হয়ে থাকবে। তোমায় ভালোবাসি শুক্লাদি। আমি তোমাকে আজীবন মিস করব। দীপ, রিমলি তোমার গোটা পরিবারের প্রতি রইল সমবেদনা। অনেক আশীর্বাদ করো আমাদের শুক্লা দি। তুমি ভালো থেকো। তোমাকে মিস করব খুব।'
আরও পড়ুন: ‘এত তাড়াতাড়ি যাবার কথা ছিল না’, শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সুদীপা
নেটমাধ্যমে শুক্লা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবার, ঘনিষ্ঠ এবং অনুরাগীরা। অভিনব বেশ কিছু কায়দার জন্যই রন্ধনশিল্পী হিসাবে পরিচিত ছিলেন শুক্লা দেবী। শুক্লা মুখোপাধ্য়ায়ের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও।